Body Recovered: চার দিন নিখোঁজ, উদ্ধার যুবকের পচাগলা দেহ

হিমাদ্রী মণ্ডল | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 13, 2023 | 5:46 PM

Body Recovered: গত ১০ অক্টোবর থেকেই নিখোঁজ ছিলেন বিনয়। এরপর পরিবারের পক্ষ থেকে সিউড়ি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। ঝাড়খণ্ডের রানিশ্বর থানাতেও করা হয় নিখোঁজ ডায়েরি।

Body Recovered: চার দিন নিখোঁজ, উদ্ধার যুবকের পচাগলা দেহ
বালির মধ্যে দেহ পুঁতে রাখা হয়েছিল
Image Credit source: TV9 Bangla

Follow Us

সিউড়ি: চার দিন ধরে নিখোঁজ ছিলেন। তারপর উদ্ধার যুবকের পচাগলা দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের সিউড়ির কেন্দুলি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিনয় বাগদী (২৩)। গত চার দিন থেকে নিখোঁজ থাকার পর শুক্রবার সকাল থেকে উদ্ধার হয় বিনয়ের দেহ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১০ অক্টোবর থেকেই নিখোঁজ ছিলেন বিনয়। এরপর পরিবারের পক্ষ থেকে সিউড়ি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। ঝাড়খণ্ডের রানিশ্বর থানাতেও করা হয় নিখোঁজ ডায়েরি। বেশ কয়েকদিন খোঁজাখুঁজির পর ঝাড়খণ্ড এবং পশ্চিমবাংলার সীমান্তবর্তী গ্রামে ময়ূরাক্ষী নদীর তীরে বালি চাপা অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

প্রথমে স্থানীয় বাসিন্দারা দেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ গিয়ে ছবির সঙ্গে মিলিয়ে দেখে পরিবারকে খবর দেয়। ঝাড়খণ্ডের রানিশ্বর ও পশ্চিমবাংলা সিউড়ি থানার পুলিশের কাছে পরিবারের সদস্যরা জানান। দেহটি শনাক্ত করেন। তবে কী কারণে মৃত্যু, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে,  মৃতের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তার জেরেই এই খুন।  কেন্দুলি গ্রাম থেকে জিতেন মালকে এই খুনে জড়িত  থাকার অভিযোগে আটক করেছে সিউড়ি থানার পুলিশ।