দুবরাজপুর: পাচার চক্রে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাঘা বাঘা মাথাদের ধরে জেলে ঢোকাচ্ছেন। কিন্তু আদৌ কি সম্ভব হচ্ছে পাচার রোখা? সীমান্তবর্তী এলাকাগুলিতে এখনও সক্রিয় পাচারকারীরা। টুকরো টুকরো গ্যাঙে ভাগ হয়ে এখনও চলছে কয়লা পাচার। কখনও ট্রাকে, কখনও মোটরবাইকে। স্পেশ্যাল জোনগুলিতে অবশ্য এখনও অভিযান চালাচ্ছে পুলিশ প্রশাসন। তাতে আবারও উদ্ধার।
ফের পাচারের সময় বিপুল পরিমাণ অবৈধ কয়লা বোঝাই ট্রাক আটক করল বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ। গ্রেফতার একজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়কে একটা ১৪ চাকার ট্রাকে ত্রিপল ঢাকা দিয়ে অবৈধ কয়লা পাচার করা হচ্ছিল। পুলিশ পিছু ধাওয়া করে ধরে ফেলে এবং ত্রিপল সরাতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ অবৈধ কয়লা। পুলিশ দেখে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চালককে ধরে ফেলে পুলিশ।
ট্রাকটিতে প্রায় ২২ টন অবৈধ কয়লা পাচার করা হচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কোথা থেকে ট্রাক ভর্তি বিপুল পরিমাণ অবৈধ কয়লা আসছিল এবং কোথায় বা পাচার হচ্ছিল বা পাচার চক্রের সঙ্গে কারা কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখছে দুবরাজপুর থানার পুলিশ। অভিযুক্তকে দুবরাজপুর আদালতে পেশ করা হলে বিচারক ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
মাসখানেক আগেই ১০ টি অবৈধ কয়লা বোঝাই মোটর বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। গ্রেফতার করা হয় একজনকে। গোপন সূত্রে খবর পেয়ে, বীরভূমের সদাইপুর থানার পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। পুলিশ প্রশাসনের বক্তব্য, এক জাল অনেক দূর বিস্তৃত। নীচু স্তর থেকে ধরপাকড় চলছে। তবে আড়ালে থেকে এই চক্র চালিয়ে যাচ্ছেন কিংপিনরা। তাঁদের খোঁজেই চলছে তল্লাশি।