বীরভূম: ‘নো ইওর কাস্টমার’ বা কেওয়াইসি (Know Your Customer)-এর নাম করে যে কতরকমের সাইবার জালিয়াতি হয়েছে, তার বোধহয় হিসাব পুলিশও দিতে পারবে না। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই কেওয়াইসির নাম করে প্রতারণার ঘটনা ঘটে। এবার প্রতারণা সিউড়িতে। সিউড়ির এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৯৮০০০ টাকা উধাও করে দিল জালিয়াতরা। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।
সিউড়ির রামকৃষ্ণ সাহা নামে এক ব্যবসায়ী এই জালিয়াতির স্বীকার হয়েছেন। তাঁর অভিযোগ, একটি অচেনা নম্বর থেকে তাঁর কাছে ফোন এসেছিল। উল্টোদিক থেকে এক ব্যক্তি রামকৃষ্ণকে বলেন, ব্যাঙ্কে কেওয়াইসি জমা দেওয়া নেই। সে কারণে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হচ্ছে। সাতসকালে এমন ফোন পেয়ে কিছুটা ঘাবড়েই যান ওই ব্যক্তি।
এরপরই ফোনের ওপার থেকে বলা হয়, কোনওরকম ঝুটঝামেলা এড়াতে তাঁর ফোনে যাওয়া ওটিপি নম্বর যেন বলে দেন। রামকৃষ্ণ তা বলতেই বিপত্তি! দুপুর ১২টা ২ এবং ১২টা ৫ মিনিটে তাঁর কাছে ২টি মেসেজ আছে। প্রথমবার তাঁর অ্যাকাউন্ট থেকে ৩০০০০ টাকা এবং পরেরবার ৬৮০০০ টাকা কেটে নেওয়া হয়।
রামকৃষ্ণর বুঝতে অসুবিধা হয়নি, কত বড় প্রতারণার শিকার হয়েছেন তিনি। এদিকে যে ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট, তা শুক্রবার বন্ধ ছিল। এরপরই সিউড়ি সাইবার থানায় ছোটেন তিনি। লিখিত অভিযোগ জানিয়েছেন। থানার তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।