রামপুরহাট: একবার নয়। এক সপ্তাহের মধ্যে তিন-তিনবার চুরি। তাও আবার রেল কোয়ার্টারে। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটের রেল কোয়ার্টারে।
জানা গিয়েছে, রামপুরহাটের রেলপাড় নিউ কলোনির রেলের কোয়ার্টার থেকে রাতের অন্ধকারে বাইক চুরি করে নিয়ে যাচ্ছে চোর। অথচ বাড়ির সামনে লাগানো রয়েছে সিসিটিভি ক্যামেরা। সিসিটিভি ক্যামেরা থেকেই প্রথমে চুরির বিষয়টি জানতে পারেন বাড়ির মালিক।
চোরেরা প্রথমে কাপড় দিয়ে ঢেকে দেয় ক্যামেরা। এরপর চলে চুরি। একের পর এক চুরির ঘটনায় আতঙ্কে রয়েছে রেলের কোয়ার্টারে বসবাসকারী কর্মচারীরা। খবর দেওয়া হয়েছে রামপুরহাট থানার পুলিশকে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। যে ব্যক্তির বাইক চুরি হয়েছে তিনি বলেন, “পাশের কোয়ার্টের ভিতর দিয়ে ঢুকেছে। তারপর সিসিটিভি ক্যামেরা ঢেকেছে। এরপর আমার বাইক নিয়ে গিয়েছে। আশপাশে অনেক ছেলেরা এসে এই এলাকায় মদ্যপান করেন। নেশা করেন। ওদের বারণ করলেও শোনে না। একদিন আমার সঙ্গে মারপিট হয়ে গিয়েছিল। মনে হয় ওরাই করেছে। কারণ হামেশাই এখানে চুরি হচ্ছে।”