Didir Doot: ‘দিদির দূত’ কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে বিধায়ক, প্রধানের বিরুদ্ধেই বিস্ফোরক দলীয় কর্মীরা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 27, 2023 | 12:48 PM

Didir Doot: শুক্রবার সকালে সিউড়ি বিধানসভার আলুন্দা পঞ্চায়েতের জুনিদপুর গ্রামে যান দিদির দূত বিকাশ রায়চৌধুরী। গ্রামবাসীদের অভিযোগ, আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য কাটমানি নিয়েছেন প্রধান।

Didir Doot: দিদির দূত কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে বিধায়ক, প্রধানের বিরুদ্ধেই বিস্ফোরক দলীয় কর্মীরা
বিক্ষোভের মুখে বিধায়ক

Follow Us

বীরভূম: ‘দিদির দূত’ কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী। আবাস দুর্নীতি ইস্যুতে প্রধানের বিরুদ্ধেই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরা। শুক্রবার সকালে ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের সিউড়ি এলাকা। সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীর সামনেই স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা। এভাবে প্রধানের বিরুদ্ধে বিধায়কের সামনে দলীয় কর্মীদের বিক্ষোভে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে তৃণমূল কর্মী সমর্থকরা। তবে এসবের মাঝে বিধায়কের সামনে নিজেদের অভিযোগই জানাতে পারলেন না গ্রামবাসীরা। সেই অভিযোগও রয়েছে।

শুক্রবার সকালে সিউড়ি বিধানসভার আলুন্দা পঞ্চায়েতের জুনিদপুর গ্রামে যান দিদির দূত বিকাশ রায়চৌধুরী। গ্রামবাসীদের অভিযোগ, আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য কাটমানি নিয়েছেন প্রধান। আর বিধায়ককে সামনে পেয়ে প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীদের একাংশ। তাঁরা আবার নিজেদের তৃণমূল কর্মী সমর্থক বলেই দাবি করেছেন। এলাকার নিকাশি ব্যবস্থার দুরবস্থা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। প্রথমে প্রধান বিক্ষোভকারীদের বিরোধী দলের সদস্য বলে দাবি করতে থাকেন। প্রধান বলেন, “এই সমস্ত মিথ্যা অভিযোগ। কে কী করছে, সেটা আমি বলতে পারব না। এখন জব কার্ড হচ্ছে না। জব কার্ড দেওয়ার ক্ষমতা এখন কারোরই নেই। অপপ্রচার চলছে।” যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন, তাঁদের বিরোধী দলের সদস্য বলেছেন তিনি। কিন্তু বিক্ষোভকারীদের মধ্যে থেকেই স্লোগান ওঠে, প্রধান নিজের অপকর্ম ঢাকতে মিথ্যা কথা বলছেন। পরে অবশ্য স্থানীয় ক্লাবে বসে গ্রামবাসীদের অভিযোগ শোনেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী। প্রধানের পাশে দাঁড়িয়েই তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসের কোনও নেতা যদি মানুষকে নিয়ে ছিনিবিনি খেলেন, তাহলে তাঁর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার দরকার, তা দল নেবে।”

Next Article