AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR Tensions in Bengal: ‘না খেয়ে তো মরব না…’, SIR-এর ভয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করছেন বীরভূমবাসী

SIR in Bengal: সেই আতঙ্কেই বেনজির-কাণ্ড ঘটিয়েছেন তাঁরা। বিগত কয়েকদিন ধরেই ওই গ্রাম সংলগ্ন ব্যাঙ্কের শাখাগুলিতে জমেছে মানুষের ভিড়। লেগেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করার হিড়িক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় যতগুলি পরিবার রয়েছে, তাঁদের প্রায় প্রত্যেকেই নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে ফেলেছেন। রাখেননি এক পয়সাও। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? এসআইআর-এর সঙ্গে এর সম্পর্কটাই বা কী?

SIR Tensions in Bengal: 'না খেয়ে তো মরব না...', SIR-এর ভয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করছেন বীরভূমবাসী
উদ্বিগ্ন একাধিক পরিবারImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Nov 03, 2025 | 2:36 PM
Share

ইলামবাজার: মনে ‘ডিটেনশন ভয়’। বছর কতক আগে NRC নিয়ে তৈরি হওয়া আতঙ্ক অস্তিত্ব বজায় রেখেছে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন পর্বেও। সম্প্রতি বাংলা-সহ ১২টি রাজ্যে এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারপর বাংলার একাধিক জায়গা থেকে উঠে এসেছে আতঙ্কের ছবি। সেই তালিকায় নাম লিখিয়েছে বীরভূম। এসআইআর আবহে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করছেন ভোটাররা। কিন্তু কেন এমন সিদ্ধান্ত?

বীরভূমের ইলামবাজার থানার অন্তর্গত বাধপাড়া, নীচুপাড়া-সহ আশপাশে গ্রামের আকাশে জমেছে চিন্তার মেঘ। ভোটার তালিকার নিবিড় পরিমার্জন নিয়ে রীতিমতো উদ্বিগ্ন ওই সকল গ্রামের একাংশের বাসিন্দারা। ঘুম উড়েছে তাঁদের। যদি নাম বাদ যায়, যদি প্রশাসন তাঁদের তাড়িয়ে দেয় কিংবা যদি দেশছাড়া হতে হয়, তখন কী হবে? এই সকল প্রশ্নই যেন ঘিরে ধরেছে ওই এলাকার বাসিন্দাদের।

সেই আতঙ্কেই বেনজির-কাণ্ড ঘটিয়েছেন তাঁরা। বিগত কয়েকদিন ধরেই ওই গ্রাম সংলগ্ন ব্যাঙ্কের শাখাগুলিতে জমেছে মানুষের ভিড়। লেগেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করার হিড়িক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় যতগুলি পরিবার রয়েছে, তাঁদের প্রায় প্রত্যেকেই নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে ফেলেছেন। রাখেননি এক পয়সাও। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? এসআইআর-এর সঙ্গে এর সম্পর্কটাই বা কী? এক বাসিন্দা বলেন, ‘SIR নিয়ে খুব ভয় তৈরি হয়েছে। যদি অন্য কোথাও পাঠিয়ে দেয়, তখন কী হবে? শুনছিলাম, আমাদের নাকি এখান থেকে সরিয়ে দিতে পারে। তাই আগেভাগে টাকাটা তুলে নিয়ে এসেছি। অন্তত না খেয়ে তো মরব না।’ অর্থাৎ যে ‘ডিটেনশন ক্য়াম্প’ ভয় দেখিয়েছিল NRC-র সময়, তা আবার ফিরে এল SIR-র সময়।

এই ঘটনার নেপথ্যেও বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখের। তাঁর কথায়, ‘মানুষকে বলব, আমাদের কাছে আসুন, নিজেদের সমস্যা বলুন। কারওর কথা শুনবেন না। কোনও ফাঁদে পা দেবেন না। এই সব বিজেপির চক্রান্ত।’ অন্যদিকে স্থানীয় গেরুয়া শিবিরের নেতা দীপক দাস বলেন, ‘তৃণমূল হারার আতঙ্কে মানুষের মনে ভয় তৈরি করেছে। ক্ষমতা থাকলে SIR বন্ধ করে দেখাক।’