Birbhum Train Fire: সাত সকালে এক্সপ্রেস ট্রেনে আগুন, বীরভূমে আতঙ্কিত যাত্রীরা

হিমাদ্রী মণ্ডল | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 15, 2023 | 11:59 AM

Birbhum Train Fire: বুধবার মালদহ থেকে ট্রেন ছাড়ার পর সব স্বাভাবিকই ছিল। এক যাত্রী জানান, হঠাৎ বি থ্রি কামরার যাত্রীরা ধোঁয়া বেরতে দেখেন। সঙ্গে সঙ্গে রেল কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করেন যাত্রী। ট্রেন থামলেই তাঁরা নেমে আসেন।

Birbhum Train Fire: সাত সকালে এক্সপ্রেস ট্রেনে আগুন, বীরভূমে আতঙ্কিত যাত্রীরা
এক্সপ্রেস ট্রেনে আগুন
Image Credit source: TV9 Bangla

Follow Us

বীরভূম: সাত সকালে আতঙ্ক ছড়াল এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের মধ্যে। ট্রেনের চাকা থেকে হু হু করে বেরচ্ছে ধোঁয়া, বুধবার সকালে এমন দৃশ্যই দেখা যায় বীরভূমের আমোদপুর স্টেশনে। মালদহ থেকে হাওড়ার উদ্দেশে রওনা হয়েছিল ট্রেনটি। তারই একটি কামরায় আগুন লেগে যায় এদিন সকালে। আমোদপুরে ট্রেন থামলে আতঙ্কে দ্রুত ট্রেনের কামরা থেকে নেমে আসেন যাত্রীরা। বেশ কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়েছিল ট্রেনটি। পরে রেলের আধিকারিকরা ছুটে যান স্টেশনে। তাঁরা পরীক্ষা করার পর ট্রেনটি ছাড়ে।

বুধবার মালদহ থেকে ট্রেন ছাড়ার পর সব স্বাভাবিকই ছিল। এক যাত্রী জানান, হঠাৎ বি থ্রি কামরার যাত্রীরা ধোঁয়া বেরতে দেখেন। সঙ্গে সঙ্গে রেল কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করেন যাত্রী। ট্রেন থামলেই তাঁরা নেমে আসেন। কীভাবে ওই আগুন লাগল, কোথা থেকে ধোঁয়ার সূত্রপাত, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। রেলের আধিকারিকরা এদিন ট্রেনের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার পর ট্রেন ছাড়ে।

আধিকারিকরা বলছেন, দূরপাল্লার ট্রেন হলে বড় বিপদ ঘটার সম্ভাবনা থাকত। এ ক্ষেত্রে যেহেতু ট্রেনের রুট দীর্ঘ নয়, যেহেতু ট্রেনটি বিপদের গন্ধ পেয়েই ট্রেনটি নিকটবর্তী স্টেশনে দাঁড়িয়ে পড়েছে, তাই এ ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি। কয়েকদিন আগেই একইভাবে ধোঁয়া দেখা যায় পুরীগামী ধৌলি এক্সপ্রেসে। ওই ট্রেনের তৃতীয় বগির নীচ থেকে ধোঁয়া বেরতে দেখা যাচ্ছিল। আন্দুল স্টেশন পার হওয়ার পরই ওই ঘটনা ঘটেছিল। পরে আধিকারিকদের তৎপরতায় ফের রওনা হয় ট্রেন।

Next Article