CPM Worker beaten: ‘লাল ঝান্ডা ধরেছিলাম…’, সিপিএম-এর মিছিলে যাওয়ায় মা-কে গলাটিপে-মারধরের অভিযোগ তৃণমূল কর্মী ছেলের বিরুদ্ধে

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 20, 2022 | 7:31 AM

CPM: স্থানীয় সূত্রে খবর, বিধান রামপুরহাট দু'নম্বর ব্লকের দুনিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য।

CPM Worker beaten: লাল ঝান্ডা ধরেছিলাম..., সিপিএম-এর মিছিলে যাওয়ায় মা-কে গলাটিপে-মারধরের অভিযোগ তৃণমূল কর্মী ছেলের বিরুদ্ধে
শিখা লেট (নিজস্ব ছবি)

Follow Us

বীরভূম: সিপিএম-এর (CPM) মিছিলে গিয়েছিলেন বৃদ্ধা মা। দোষ হল সেইটাই। পরে বাড়ি ফিরতেই তাঁকে মারধর এমনকী গলা টিপে মেরে ফেলার চেষ্টা তৃণমূল কর্মী (TMC) ছেলের বিরুদ্ধে। ঘটনায় ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা। ঘটনাস্থল বীরভূমের মাড়গ্রাম থানার গোপালপুর। অভিযুক্ত ছেলের নাম বিধান লেট। স্থানীয় সূত্রে খবর, বিধান রামপুরহাট দু’নম্বর ব্লকের দুনিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য।

নির্যাতিতা বৃদ্ধার শিখা লেটের অভিযোগ, তিনদিন আগে ওই গ্রামে সিপিএম-এর একটি মিছিল ছিল। সেই মিছিলে অংশ নিয়েছিলেন তিনি। সেইটাই অপরাধ। এরপর শনিবার বিকেলে বাড়ি ফিরতেই শিখাদেবীকে মারধর করার অভিযোগ ওঠে গুণধর ছেলের বিরুদ্ধে। গলা টিপে তাঁকে আছাড় মারে বিধান। যার জেরে কোমরে ও পীঠে গুরুতর আঘাত বৃদ্ধা মা। এরপর স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার চিকিৎসার জন্য বসোয়া গ্রামীণ হাসপাতালে পাঠান।

ইতিমধ্যে বিষয়টি জানিয়ে ছেলের বিরুদ্ধে মাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিখা লেট। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে শিখা দেবী বলেন, ‘আমার দুই ছেলে। বড় ছেলে তৃণমূল করে। তিনদিন আগে গ্রামে সিপিএম-এর মিছিল ছিল। আমি সেই মিছিলে লাল পতাকার ঝান্ডা ধরে ছিলাম। মিছিল শেষে আমি ছোট ছেলের বাড়িতে থাকতে শুরু করি। এরপর গতকাল বাড়ি ফিরি। তখনই আমায় বলে আমি আর তোমার ছেলে নই। তারপর মারধর করে আমায়। গলা টিপে ধরে।’ ওই বৃদ্ধার আরও বলেন, ‘এর আগেও অনেকবার অত্যাচার করেছে। জোর করে আমার সম্পত্তি লিখিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। গতকাল আমায় এমন মেরেছে যে কোমর আর পীঠে খুব ব্যথা পেয়েছি আমি। পরে চিৎকার-চেঁচামেচিতে পাশের লোকজন আসে। তাঁরা আমায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমি থানায় জানিয়েছি।’

Next Article