বীরভূম: গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তৃণমূলের কাউন্সিলরের পদ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি সিউড়ি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির। গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার তৃণমূল কংগ্রেস, অনুব্রতহীন বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ এবার প্রকাশ্য এলো বীরভূমের সিউড়ি পৌরসভাতে। সিউড়ি পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহঃ আব্দুল শফি অভিযোগ করছেন তাকে সাধারণ মানুষের কাছে ছোট করে দেখানোর জন্য তার ওয়ার্ডে জল বন্ধ করে দিয়েছে। প্রায় এক থেকে দেড় মাস ধরে পানীয় জলের সাপ্লাই হচ্ছে না সেখানে। সে কারণেই তার ইমেজ খারাপ হচ্ছে ওয়ার্ডে। নাম না করে দলের দিকেই ইঙ্গিত করছেন তিনি। তিনি বলছেন বড় কোন মাথার নির্দেশেই এমনটা হচ্ছে।
পাশাপাশি তিনি এও জানিয়েছেন যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে সাত থেকে দশ দিনের মধ্যে কাউন্সিলরের পদ থেকে ইস্তফা দেবেন তিনি। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সহ-সভাপতি মলয় মুখার্জি জানিয়েছেন তিনি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি আরো দায়িত্বশীল হওয়া দরকার উনার। এই ধরনের মন্তব্য আশা করি না।
রাজনৈতিক বিশ্লেষকরাই বলছেন, কেষ্টর শূন্যতা চিড় ধরিয়েছে দলের সাংগঠনিক ভিতকে। অনুব্রত ঘনিষ্ঠ ও বিরোধীদের মধ্যে একপ্রকার সুপ্ত বিরোধ চলছে। তা মাঝেমধ্যে প্রকাশ্যেও চলে আসে। নির্বাচনের আগে বীরভূমের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন খোদ মুখ্যমন্ত্রীও। জেলাওয়াড়ি বৈঠকও করেছেন তিনি। তৃণমূলের কোর কমিটির বৈঠকও করেন তিনি। কোর কমিটিকে প্রতি সপ্তাহে বৈঠক করার নির্দেশ দিয়েছেন, তার মধ্যেই এই ঘটনা।