নলহাটি: জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক দিতে গিয়েছিল মেয়েটা। পরীক্ষার দিয়ে বের হয় সে। বাবার সঙ্গে বাইকে চেপে বাড়ি ফিরছিল। সেই সময় ঘটে গেল অঘটন। পথ দুর্ঘটনায় প্রাণ চলে গেল পরীক্ষার্থীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটিতে।
শুক্রবার শুরু হয়েছে মাধ্যমিক। প্রথম ভাষা বাংলা বিষয়ের পরীক্ষা দিয়ে বাবার বাইকে চড়ে বাড়ি ফিরছিল সুহানা পারভিন। বাইকে সুহানার আরও এক বান্ধবীও ছিল। ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ায় সময় অভিযোগ, আরও দুই মাধ্যমিক পরীক্ষার্থী বাইক চালিয়ে এসে সুহানাদের বাইকে পিছন থেকে ধাক্কা মারে। ঘটনায় বাইক থেকে পড়ে যান সকলে।
দ্রুত স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁদের রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করে। সেখানে সুহানার অবস্থার অবনতি হয়। পরে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে। মৃতের দাদা সাবের আলি বলেন, “পিছন থেকে দুষ্টু ছেলে বাইক নিয়ে ধাক্কা মারে। আমার বাবা-বোন আর বোনের বন্ধু পড়ে যায়। মাথায় গুরুতর চোট পেয়েছে। তারপর মারা যায় বোন। আমরা থানায় অভিযোগ করেছি।”