Road Accident at Rampurhat: রাস্তায় পড়ে ছটফট করতে করতেই মরে গেল ৪ মহিলা, ভয়াবহ পথদুর্ঘটনা বীরভূমে

হিমাদ্রী মণ্ডল | Edited By: সায়নী জোয়ারদার

Feb 06, 2024 | 10:32 AM

Rampurhat: মঙ্গলবার সকালে রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের রামপুরহাটের মুনসুবা মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Road Accident at Rampurhat: রাস্তায় পড়ে ছটফট করতে করতেই মরে গেল ৪ মহিলা, ভয়াবহ পথদুর্ঘটনা বীরভূমে
হাসপাতালে বাড়ির লোকজনের ভিড়।
Image Credit source: TV9 Bangla

Follow Us

বীরভূম: ভয়াবহ পথদুর্ঘটনা রাজ্যে। ম্যাটাডরের সঙ্গে মোটরচালিত ভ্যানের ধাক্কায় মৃত্যু হল চার মহিলার। আহত হয়েছেন আরও ১১ জন। নিহতরা সকলেই শ্রমিকের কাজ করতেন। মঙ্গলবার সকালে রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের রামপুরহাটের মুনসুবা মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছে, রামপুরহাটের চিতুরি গ্রাম থেকে যাচ্ছিলেন ১৫-১৬ জন শ্রমিকের একটি দলটি। মোটরচালিত ভ্যানে মাড়গ্রামে চাষের কাজ করতে যাচ্ছিলেন তাঁরা। সেই সময় ১৪ নম্বর জাতীয় সড়কে রামপুরহাটের মুনসুবা মোড়ের কাছে মল্লারপুরের দিক থেকে আসা একটি গাড়ি ইঞ্জিনচালিত ভ্যানে পিছন থেকে ধাক্কা মারে। ধাক্কায় ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়েন ভ্যানের যাত্রীরা।

উল্টোদিক থেকে আসা একটি গাড়ি তখন তাঁদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান। হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যু হয় আরও একজনের। সূত্রের খবর, আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ ও রামপুরহাট দমকল বাহিনীর কর্মীরা। ঘাতক ম্যাটাডরটি আটক করেছে পুলিশ। যদিও গাড়ির চালক ও খালাসি পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।