Amartya Sen : বিশ্বভারতীর সঙ্গে সংঘাতের আবহে BLRO অফিসে জমির মিউটেশন অর্মত্য সেনের

Aziza Khatun | Edited By: জয়দীপ দাস

Feb 11, 2023 | 4:28 PM

Amartya Sen : তবে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্মত্য সেনের হাতে কিছু নথিও তুলে দেন মমতা। মমতার সাফ দাবি, অর্মত্য সেনই ঠিক বলছেন, জমিটা ওনারই।

Amartya Sen : বিশ্বভারতীর সঙ্গে সংঘাতের আবহে BLRO অফিসে জমির মিউটেশন অর্মত্য সেনের
বিশ্বভারতী - অমর্ত্য সেন জমি বিতর্ক

Follow Us

বোলপুর : জমি বিতর্ক চলছেই। এরইমধ্যে এবার বোলপুর BLRO অফিসে নিজের জমি মিউটেশন করার জন্য আবেদন করলেন নোবেলজয়ী অমর্ত্য সেন (Nobel laureate Amartya Sen)। আগামী ২০ তারিখে এই মিউটেশনের হিয়ারিং হবে বলে খবর। প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি দেশের এই বিখ্যাত অর্থনীতিবিদকে চিঠি দিয়েছিল বিশ্বভারতী (Viswa Bharati) কর্তৃপক্ষ। সেই চিঠিতে অমর্ত্য সেন বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জায়গা দখল করে রেখেছেন অভিযোগ তুলে অবিলম্বে সেটা ফিরিয়ে দেওয়ারও আবেদন করা হয়। যা নিয়ে চলছিল চাপানউতর এক সমীক্ষার মাধ্যমেই বিশ্বভারতী কর্তৃপক্ষ এই বিষয়টি জানতে পেরেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছিল। এই চিঠি নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছিল জেলার রাজনৈতিক মহলে।

বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, অমর্ত্য সেন মোট ১.৩৮ একর জমি ভোগ করছেন। যার মধ্যে আইনতভাবে তাঁর জমি ১.২৫ একর। বাকি ১৩ ডেসিমল জমি বিশ্বভারতীর দাবি জানিয়ে অবিলম্বে সেটি ফেরত দেওয়ার আবেদন জানানো হয় বিশ্ববিদ্যালয়ের তরফে। তবে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্মত্য সেনের হাতে কিছু নথিও তুলে দেন মমতা। মমতার সাফ দাবি, অর্মত্য সেনই ঠিক বলছেন, জমিটা ওনারই। আর এবার সেই বিতর্কিত জমির জন্যই মিউটেশন করার আবেদন করলেন অমর্ত্য সেন। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে চাপানউতর।

উল্লেখ্য, অমর্ত্য সেনের এই বাড়ির জমি দীর্ঘদিন ধরেই তাঁর বাবার নামে ছিল। এবার এই বিতর্ক এড়াতে নিজের নামে করে এই মিউটেশন করার জন্য আবেদন করেছেন অমর্ত্য সেন। সূত্রের খবর, বোলপুর BLRO অফিসে তিনি এই আবেদন করেছিলেন কিছুদিন আগে। আগামী ২০ তারিখ এই আবেদনের হেয়ারিং হওয়ার কথা রয়েছে। এখন দেখার মিউটেশনের পরেও বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে কোনও প্রশ্ন তোলা হয় কি না। জেলা প্রশাসন সূত্রে খবর, আগামী ২০ তারিখ অমর্ত্য সেনকে বোলপুর BLRO দফতরে সশরীরে হাজির থাকতে হবে। এমনকি তাঁকে সঙ্গে আনতে হবে জমির সমস্ত কাগজপত্র-সহ প্রয়োজনীয় ডকুমেন্ট।

Next Article