Bengal Panchayat Election: মনোনয়ন পর্ব শেষে তৃণমূলের প্রার্থীর বাড়িতে পড়ল বোমা, আশঙ্কাজনক দুই কর্মী

হিমাদ্রী মণ্ডল | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 16, 2023 | 7:04 AM

Bengal Panchayat Election: বৃহস্পতিবার ছিল মনোনয়ন পেশ করার শেষ দিন। সেই পর্ব শেষ হওয়ার পরই এই বোমাবাজির ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

Bengal Panchayat Election: মনোনয়ন পর্ব শেষে তৃণমূলের প্রার্থীর বাড়িতে পড়ল বোমা, আশঙ্কাজনক দুই কর্মী
আহতরা হাসপাতালে চিকিৎসাধীন

Follow Us

বীরভূম: মনোনয়ন পর্ব শেষ হওয়ার পরই উত্তপ্ত হয়ে উঠল বীরভূম। বোলপুর সংলগ্ন লোহাগড়গ্রাম এলাকায় চলল বোমাবাজি। শাসক দল তৃণমূলের গ্রাম পঞ্চায়েত (Panchayat) প্রার্থীর বাড়িতেই বোমা মারার অভিযোগ উঠল সদ্য তৃণমূল (TMC) থেকে কংগ্রেসে যাওয়া কাজী নুরুল হুদার বিরুদ্ধে। বোমার আঘাতে গুরুতর জখম হয়েছেন দুই তৃণমূল কর্মী। বৃহস্পতিবার ছিল মনোনয়ন (Nomination) পেশ করার শেষ দিন। সেই পর্ব শেষ হওয়ার পরই এই বোমাবাজির ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ জুলফিকার ও শেখ আনসার দুই ভাই তৃণমূলের কর্মী। শেখ জুলফিকার এবার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় লোহাগড় গ্রামে তাঁদের বাড়ি লক্ষ্য করেই বোমা ছোড়া হয় বলে অভিযোগ। পরিবারের পক্ষ থেকে জুলফিকরের বোন এরিনা খাতুন বলেন, “তৃণমূল করার জন্যই কংগ্রেসের কর্মী-সমর্থকেরা আক্রমণ করেছেন।” তাঁরা মূল অভিযুক্ত হিসেবে নুরুল হুদার গিকেই আঙুল তুলেছেন। শুধু নুরুল নয়, তাঁর ছেলে ও অনুগামীদের বিরুদ্ধেও বোমাবাজির অভিযোগ তোলা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

আপাতত আশঙ্কাজনক অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি দুই ভাই। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও কাজী নুরুল হুদা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, নিজেরা বাড়িতে বোমা বাঁধতে গিয়েই জখম হয়েছেন। এর সঙ্গে কংগ্রেসের কর্মীদের যুক্ত নয় বলেই তাঁর দাবি। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় শুরু হয়েছে দলবদলের হিড়িক। সেই আবহেই তৃণমূল ছেড়েছেন নুরুল হুদা।

Next Article
Panchayat Elections 2023: বিজেপি কর্মীদের মিষ্টি খাইয়ে বেধড়ক মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল
Bengal Panchayat Election: ‘বিধায়ক চোরদের নিয়ে ঘোরে’, ক্ষোভ উগরে কেষ্টগড়ে দল ছাড়লেন একঝাঁক তৃণমূল নেতা