Bengal Panchayat Election: ‘বিধায়ক চোরদের নিয়ে ঘোরে’, ক্ষোভ উগরে কেষ্টগড়ে দল ছাড়লেন একঝাঁক তৃণমূল নেতা

হিমাদ্রী মণ্ডল | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 16, 2023 | 6:05 PM

TMC to BJP: ঘটনাস্থল মল্লারপুর। শুক্রবার ময়ূরেশ্বর বিধানসভার মল্লারপুর ২ নম্বর পঞ্চায়েতের প্রাক্তন বুথ সভাপতি তথা তৃণমূল নেতা বিকাশ সূত্রধর সহ প্রায় ৪০টি পরিবার যোগ দিল বিজেপি-তে।838902

Bengal Panchayat Election: বিধায়ক চোরদের নিয়ে ঘোরে, ক্ষোভ উগরে কেষ্টগড়ে দল ছাড়লেন একঝাঁক তৃণমূল নেতা
তৃণমূল থেকে বিজেপি-তে ঝাঁপ (নিজস্ব চিত্র)

Follow Us

বীরভূম: ভোট আসার আগে থেকেই এক দল থেকে আর এক দলে যাওয়ার হুড়োহুড়ি পড়েছিল। তবে নির্বাচন যত কাছে এসেছে আর প্রার্থী তালিকা বের হওয়ার পর দলবদলের খবর আকছার সামনে এসেছে। ফের অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে ভাঙন। সেখানে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান করল ৪০টি পরিবার।

ঘটনাস্থল মল্লারপুর। শুক্রবার ময়ূরেশ্বর বিধানসভার মল্লারপুর ২ নম্বর পঞ্চায়েতের প্রাক্তন বুথ সভাপতি তথা তৃণমূল নেতা বিকাশ সূত্রধর সহ প্রায় ৪০টি পরিবার যোগ দিল বিজেপি-তে। ওই সকল ব্যক্তিদের হাতে পদ্ম-পতাকা তুলে দেন বিজেপি-র বোলপুর লোকসভার দায়িত্বপ্রাপ্ত কনভেনার অর্জুন সাহা ও বোলপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি জয় শঙ্কর সিনহা। এলাকার বিধায়ক অভিজিৎ রায় ও স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতাদের বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে এই সকল তৃণমূল নেতা কর্মীরা এ দিন যোগদান করলেন বিজেপি-তে।

এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি নেতা তথা জেলার কনভেনার অর্জুন সাহা বলেন, “এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তৃণমূলে চোর ছাড়া আর কেউ থাকতে পারছে না। বিকাশ বুঝলেন যে তৃণমূলে থেকে মানুষের জন্য কাজ করা যায় না।” অপরদিকে, দলবদল করা বিকাশ সূত্রধর বলেন, “দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে চাইছি। আমি বিধায়ক অভিজিৎ রায়ের নেতৃত্বে চলছিলাম। কিন্তু এখন উনি চোরদের নিয়ে ঘুরছেন। তাই তাদের বিরুদ্ধে লড়াই করতে আমি দলত্যাগ করলাম।” যদিও, বিধায়ক অভিজিৎ রায়ের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি।

Next Article