WB Panchayat Polls 2023: ‘আমার বউও বলল…’ টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন সাংসদ অসিত মালের ভাইপো

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 16, 2023 | 6:24 PM

WB Panchayat Polls 2023: তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন তিনি। যদিও সাংসদের ভাইপোর অভিযোগ নস্যাৎ করেছেন সিউড়ির বিধায়ক তথা তৃণমূলের বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী।

WB Panchayat Polls 2023: আমার বউও বলল... টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন সাংসদ অসিত মালের ভাইপো
অসিত মালের ভাইপো

Follow Us

রামপুরহাট: বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের টিকিট না পাওয়াই বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মালের ভাইপো রূপেশ মাল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা রামপুরহাট দলীয় কার্যালয় অফিসে তার হাতে দলীয় পতাকা তুলে দেন। রূপেশের বক্তব্য, তিনি দলটাকে মন দিয়ে করতেন। এলাকার সংগঠনটাকে মনে দিয়ে দেখতেন। তারপরও তাঁর থেকে কম জনসংযোগে থাকা ব্যক্তি পঞ্চায়েত ভোটে প্রার্থী হয়েছেন। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন তিনি। যদিও সাংসদের ভাইপোর অভিযোগ নস্যাৎ করেছেন সিউড়ির বিধায়ক তথা তৃণমূলের বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী।

তিনি বলেন, “এলাকায় রাজমিস্ত্রি, কোনওদিনও সমাজের কাজ করেনি, তাকে টিকিট দিয়েছে। আর আমি কষ্ট করে ৫০০ লোক নিয়ে মিটিং মিছিল করে থাকি, তবুও টিকিট দেওয়া হয়নি। আমার জ্যেঠা তো আগেই বসেছিল। এখন আমার স্ত্রীও বলেছে। তৃণমূলে আমি আমার সম্মান পাইনি। তাই বিজেপিতে গেলাম।”

অন্যদিকে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার বক্তব্য, রূপেশ দুর্নীতির প্রতিবাদ করে বিজেপিতে যোগ দিলেন।

তৃণমূলের কোর কমিটির সদস্য বিকাশ রায় চৌধুরী বলেন, “তৃণমূল তো আর এমনি ক্ষমতায় আসেনি। অনেককে অনেক কষ্ট করতে হয়েছে। যদি কেউ বলে, প্রার্থী করেনি বলে বিজেপিতে যাচ্ছি, আমি বিশ্বাস করি না যে সে অসিত মালের ভাইপো। আমি অন্তত জানি অসিত মাল তার পরিবারের জন্য অনেক করেছে।”

Next Article