Bolpur: বীরভূমে গাড়ির ভিতর সুড়ঙ্গ, তার মধ্যে এসব কী! চোখ কপালে পুলিশের

সিজার মণ্ডল | Edited By: জয়দীপ দাস

Dec 23, 2023 | 1:49 PM

Bolpur: শুক্রবার ২২ ডিসেম্বর এক মহিলা সমেত চারজনকে গ্রেফতার করে পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে তাঁদের সঙ্গে থাকা দু’টি চারচাকা। এই গাড়ি দু’টির মধ্যেই তৈরি করা হয়েছিল বিশেষ চেম্বার। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

Bolpur: বীরভূমে গাড়ির ভিতর সুড়ঙ্গ, তার মধ্যে এসব কী! চোখ কপালে পুলিশের
ঘটনায় জোর শোরগোল এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

বোলপুর: পুলিশের তৎপরতাতেই ফের আটকানো গেল বড়সড় গাঁজা পাচারের ছক। ৯০ কেজির বেশি গাঁজা সহ চার পাচারকারীকে গ্রেফতার করল রাজ্য পুলিশের (Police) স্পেশাল টাস্ক ফোর্স। বিশেষ অভিযান চলল বোলপুরে। সূত্রের খবর, পাচারের জন্য দুটি চারচাকার মধ্যে বিশেষ চেম্বার তৈরি করেছিল পাচারকারীরা। সেই চেম্বারের মধ্যে লুকিয়ে গাঁজা নিয়ে আসা হচ্ছিল বোলপুরের কোপাই সেতুর উপর মোষঢাল গ্রামের মধ্যে দিয়ে। গোপন সূত্রে সেই খবর আগেই চলে গিয়েছিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কাছে। পাতা হয়েছিল ফাঁদ। তাতেই দিল কাজ।

শুক্রবার ২২ ডিসেম্বর এক মহিলা সমেত চারজনকে গ্রেফতার করে পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে তাঁদের সঙ্গে থাকা দু’টি চারচাকা। এই গাড়ি দু’টির মধ্যেই তৈরি করা হয়েছিল বিশেষ চেম্বার। গাড়ির তলায় পিছনের ডিকি থেকে ইঞ্জিন পর্যন্ত বিশেষভাবে একটা ট্রাঙ্ক তৈরি করা হয়েছিল। গাড়ির পিছনের লাইট, সামনের লাইটের পিছনে একটি করে সুড়ঙ্গও করা ছিল। যার ভিতরে কেজি কেজি গাঁজা ভরেই ছক কষা হয়েছিল পাচারের।সূত্রের খবর, এই গাড়িগুলির উপর বেশ কয়েকদিন ধরেই নজর ছিল গোয়েন্দাদের। অবশেষে পাকড়াও করতে সক্ষম হল পুলিশ। 

যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের মধ্যে ২ জনের বাড়ি উত্তরবঙ্গে বলে খবর। মাদক পাচারকারী হিসাবে পুুলিশের খাতায় নামও রয়েছে তাঁদের। একজন তথাগত রায়। বাড়ি নিউ জলপাইগুড়ির ভক্তিনগরে। অন্যজন সুব্রত দাস। তাঁর বাড়িও একই জায়গায়। বাকি দু’জন ত্রিদিপ চৌধুরী, শিপ্রা বণিক। তাঁদের দু’জনেরই বাড়ি উত্তর ২৪ পরগনায়। ইতিমধ্যে তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গোটা পাচারচক্রের সঙ্গে আর কেউ জড়িত কিনা তার খোঁজ করছে পুলিশ। শনিবারই ধৃতদের সিউরি আদালতে তোলা হচ্ছে।

Next Article