পুরুলিয়া: টলিউড সুপারস্টার দেবকে ( Dev) দেখতে বাড়ি থেকে বের হয়েছিল বছর তেরোর কিশোরী। পথে এক বাইক এসে সজোরে ধাক্কা মারে তাকে। গুরুতর জখম হয় ওই কিশোরী। রঘুনাথপুরের ঘটনা।
সোমবার পুরুলিয়ার রঘুনাথপুরে তৃণমূলের কর্মসূচিতে যোগ দেন দলের তারকা সাংসদ দেব। রঘুনাথপুর থানার অন্তর্গত রঘুনাথপুর সাবস্টেশন ময়দানে হেলিপ্যাডে নেমে দলীয় কর্মসূচিতে যোগ দেন তিনি। এদিকে দেব আসছে শুনে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের ভিড় উপচে পড়ে। সেই তালিকায় ছিল স্থানীয় একুঞ্জা গ্রামের নিমাই বাউরির মেয়ে জ্যোৎস্না বাউরিও।
আরও পড়ুন: ভোটের আগে টাকা বিলি করছে তৃণমূল, অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ বিজেপি
বয়স মাত্র তেরো বছর। কিন্তু ‘দেবদা’র বিরাট ভক্ত জ্যোৎস্না। প্রিয় অভিনেতা আসছেন শুনে বন্ধুরা মিলে ঠিক করে তাঁকে দেখতে আসবে। সেইমতোই বাড়ি থেকে বের হয় সোমবার। কিন্তু পথেই ঘটে দুর্ঘটনা। একটি বাইক এসে ধাক্কা মারে তাকে। গুরুতর জখম হয় সে। স্থানীয়রাই উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় তাকে। চিকিৎসকরা জানান, জ্যোৎস্নার পায়ে গুরুতর আঘাত লেগেছে।