Birbhum death: কলকাতার হাসপাতাল বলছে ডেঙ্গি, পরিবারের দাবি খুন, ফের ময়নাতদন্ত বোলপুরের নার্সিং পড়ুয়ার

হিমাদ্রী মণ্ডল | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 26, 2023 | 7:07 PM

Birbhum Student Death: বোলপুরের বাসিন্দা সুস্মিতা মোদি (১৮)। চলতি বছরের মে মাসে নার্সিং এ ট্রেনিং নিতে কলকাতায় যান তিনি। একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে কলকাতার হাসপাতালে যোগাযোগ করেন তিনি।

Birbhum death: কলকাতার হাসপাতাল বলছে ডেঙ্গি, পরিবারের দাবি খুন, ফের ময়নাতদন্ত বোলপুরের নার্সিং পড়ুয়ার
সুস্মিতা মোদি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বীরভূম: নার্সিং ট্রেনিংয়ে কলকাতায় গিয়ে মৃত্যু ছাত্রীর। কলকাতায় রামকৃষ্ণ সারদা মিশন পরিচালিত মাতৃভবন হাসপাতালের সহায়িকা সেবিকা কোর্সের জন্য তিনি সেখানে পৌঁছন। পরে মৃত্যু হয় ওই ছাত্রীর। কলকাতার হাসপাতালের তরফে জানানো হয়ে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে ওই ছাত্রীর। তবে পরিবার খুনের তত্ত্ব তুলে ধরেছে।

বোলপুরের বাসিন্দা সুস্মিতা মোদি (১৮)। চলতি বছরের মে মাসে নার্সিং এ ট্রেনিং নিতে কলকাতায় যান তিনি। একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে কলকাতার হাসপাতালে যোগাযোগ করেন তিনি। মৃতের পরিবারের দাবি,শুক্রবার মাতৃভবন হাসপাতাল থেকে জানানো হয় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সুস্মিতা। শংসাপত্রেও ডেঙ্গির কথা উল্লেখ করা হয়েছে।

কিন্তু মেয়ের এই মৃত্যু মেনে নিতে পারেনি পরিবার। তাঁদের দাবি সুস্মিতাকে খুন করা হয়েছে। শনিবার কলকাতা থেকে বোলপুর মহকুমা হাসপাতালে মৃতদেহ নিয়ে আসা হয়। অভিযোগের ভিত্তিতে ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয় সিউড়ি হাসপাতালে। হাসপাতাল সুপার জানিয়েছেন মৃতদেহটিকে ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট আসার পর বোঝা যাবে কী ঘটেছিল ওই নার্সিং পড়ুয়ার সঙ্গে। এখনই কোনও কিছু বলা সম্ভব নয়।

এই বিষয়ে মৃতের কাকা বলেন, “আমার ভাইঝি মারা গিয়েছে। একটি এনজিও থেকে নিয়ে যাওয়া হয়। শুনেছি নার্সিং ট্রেনিংও করেনি। চাকরি দেওয়ার টোপ দিয়ে নিয়ে যায়।”

Next Article