AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tilpara Barrage: ভেঙে পড়ল তিলপাড়া ব্যারেজের ওয়াটার ডিভাইডার

Suri: এই তিলপাড়া ব্যারেজের উপর ও নিচে অনেক বালিঘাট রয়েছে। সরকারি রিপোর্ট অনুযায়ী, বালিঘাটগুলি থেকে লাগামছাড়া ভাবে বালি তোলার জন্য ব্রিজের তলার অংশ অনেকটাই সরে গিয়েছে।

Tilpara Barrage: ভেঙে পড়ল তিলপাড়া ব্যারেজের ওয়াটার ডিভাইডার
তিলপাড়া ব্যারেজImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 07, 2025 | 3:30 PM
Share

সিউড়ি: ভেঙে পড়ল বীরভূমের সিউড়ি তিলপাড়া ব্যারেজের একের পর এক এক্সটেনশন ওয়াটার ডিভাইডার। দিন কয়েক আগেই দু’টি বড় ডিভাইডারে ফাটল দেখা দেয়। সেই ফাটলই বেড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

বৃহস্পতিবার সকালে দেখা যায় প্রায় পাঁচ থেকে ছটি ছোট ওয়াটার ডিভাইডার মাঝামাঝি ভাবে ভেঙে গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত প্রশাসনের আধিকারিকরা। ব্যারেজ সংস্কারের কাজ শুরু হলেও একের পর এক ওয়াটার ডিভাইডার ভেঙে পড়ায় বাড়ছেই বিপত্তি।

এই মুহূর্তে সেখানে যান চলাচল একেবারেই নিয়ন্ত্রণ করা হয়েছে। দিন কয়েক আগে বড় গাড়ি চলাচলের জন্য নিষেধাজ্ঞা করা হয়। তবে বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন, আজ সকাল থেকেই বড় গাড়ির পাশাপাশি ছোট বাইক ও চারচাকার যাতায়াতের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। শুধু মাত্র পায়ে হেঁটে সাধারণ মানুষ যাতায়াত করছেন।

এই তিলপাড়া ব্যারেজের উপর ও নিচে অনেক বালিঘাট রয়েছে। সরকারি রিপোর্ট অনুযায়ী, বালিঘাটগুলি থেকে লাগামছাড়া ভাবে বালি তোলার জন্য ব্রিজের তলার অংশ অনেকটাই সরে গিয়েছে। সেই কারণে ব্রিডের ডাউন স্ট্রিম অর্থাৎ নিচের অংশ ভেঙে গেছে। আর এই ডাউন স্ট্রিমের জন্য যে ওয়াটার ডিভাইডার রয়েছে তাতে বড় বড় ফাটল দেখা দিয়েছিল। এরপর আজ সকালে ছোট ছোট ওয়াটার ডিভাইডারগুলি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। আর এতেই ক্ষতিগ্রস্ত তিলপাড়া ব্যারেজ। যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে সেই আশঙ্কা করেই একে বারে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। পুলিশ সুপার বলেন, “সংস্কারের কাজ চলবে। বড় গাড়ি আগেই যেত না। এখন ছোট গাড়িও যাবে না। কিছু জায়গা ভেঙেছে।”