বোলপুর: সাংবাদিক বৈঠক ডেকেও তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারল না তৃণমূল। কেষ্ট গড়ে গত কয়েকদিনে তৃণমূলের মনোনয়ন প্রায় শূন্য। মঙ্গলবার সাংবাদিকদের ডেকে জেলা নেতৃত্ব জানায় যে রাজ্যের পক্ষ থেকে তাদেরকে প্রার্থী তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য। সেই তালিকা অনুযায়ী, বুধবার থেকে মনোনয়নও জমা দেবেন নেতারা। কিন্তু সেই তালিকা প্রকাশ্যে আনা হয়নি অন্যান্য বারের মতো।
কেউ কেউ বলছেন, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই প্রকাশ্যে আনা হচ্ছে না তৃণমূলের তালিকা। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি ব্লকের ভিত্তিতে ভাগ করে পাঠানো হয়েছে সমস্ত লিস্ট, সে কারণে জেলাভিত্তিক লিস্ট বলা সম্ভব নয়। অর্থাৎ অনুব্রত-হীন বীরভূমে প্রার্থী তালিকা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।
ত্রিস্তর পঞ্চায়েতে বৃহস্পতিবার থেকে মনোনয়ন জমা দেবে তৃণমূল। বুধবার বোলপুরে জেলা নেতৃত্ব ব্লক সভাপতিদের সঙ্গে বৈঠক করে তাঁদের হাতে তুলে দেন রাজ্যের অনুমোদিত প্রার্থী তালিকা। জেলার কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী জানিয়েছেন, রাজ্য থেকে অনুমোদন করা প্রার্থী তালিকা পাঠানো হয়েছে ব্লকে। বিধায়ক তথা জেলা তৃণমূলের বর্ষীয়ান নেতা আশিস বন্দ্যোপাধ্যায় অবশ্য দাবি করেছেন দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই।
এদিকে, তৃণমূল সূত্রে খবর, বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান এবছরের তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের মনোনয়নপত্র দাখিলের সুযোগ পাচ্ছেন না, সুযোগ পাচ্ছেন তাঁর বিরোধী গোষ্ঠীর নেতা বলে পরিচিত কাজল শেখ। অনুব্রত ঘনিষ্ঠ কেরিম খানকে মনোনয়ন দাখিল করার সুযোগ দেওয়া হচ্ছে না বলে তৃণমূল সূত্রের খবর।