TMC Leader: ‘ভোট চাইতে এলে বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখুন’, নিদান দিয়ে বিতর্কে বোলপুরের তৃণমূল নেতা

হিমাদ্রী মণ্ডল | Edited By: অংশুমান গোস্বামী

Nov 06, 2023 | 9:51 AM

এ বিষয়ে তৃণমূল নেতা বাবু দাস বলেছেন, ”কয়েক মাস পরেই লোকসভা ভোটের দামামা বাজবে। তখন বিজেপি, কংগ্রেস, সিপিএম আসবে ভোট চাইতে। আমি বুথ স্তরের সমস্ত কর্মীকে বলে যাচ্ছি, এই এলাকায় যদি কোনও বিজেপি নেতা ভোট চাইতে আসেন। তাহলে তাঁদের গাছে বেঁধে রাখবেন। গাছে দড়ি দিয়ে বেঁধে রেখে জিজ্ঞাসা করবেন, আমার ১০০ দিনের কাজের টাকা কোথায়। বাংলাকে বঞ্চনা করছে, বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে নরেন্দ্র মোদী।”

TMC Leader: ‘ভোট চাইতে এলে বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখুন’, নিদান দিয়ে বিতর্কে বোলপুরের তৃণমূল নেতা
তৃণমূল নেতা বাবু দাস
Image Credit source: TV9 Bangla

Follow Us

বোলপুর: লোকসভা নির্বাচনের আগে বিজেপি ভোট চাইতে এলে গাছে বেঁধে রাখুন। এই নিদান দিয়ে বিতর্ক বাঁধালেন বীরভূমের এক তৃণমূল নেতা। বীরভূমের রূপপুর গ্রাম পঞ্চায়েতে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছিল। সেই সভায় উপস্থিত ছিলেন বোলপুর-শ্রীনিকেতন ব্লকের তৃণমূল নেতা বাবু দাস। তিনিই বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখার নিদান দিয়েছেন। যা নিয়ে অনুব্রতহীন বীরভূমে ছড়িয়েছে বিতর্ক।

এ বিষয়ে তৃণমূল নেতা বাবু দাস বলেছেন, ”কয়েক মাস পরেই লোকসভা ভোটের দামামা বাজবে। তখন বিজেপি, কংগ্রেস, সিপিএম আসবে ভোট চাইতে। আমি বুথ স্তরের সমস্ত কর্মীকে বলে যাচ্ছি, এই এলাকায় যদি কোনও বিজেপি নেতা ভোট চাইতে আসেন। তাহলে তাঁদের গাছে বেঁধে রাখবেন। গাছে দড়ি দিয়ে বেঁধে রেখে জিজ্ঞাসা করবেন, আমার ১০০ দিনের কাজের টাকা কোথায়। বাংলাকে বঞ্চনা করছে, বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে নরেন্দ্র মোদী।”

পরে অবশ্য নিজের বক্তব্যের প্রেক্ষিতে বাবু দাস বলেছেন, “কীভাবে পশ্চিম বাংলাকে নরেন্দ্র মোদী ভাতে মারার চেষ্টা করছে। ২০২১ সালে ওরা বিধানসভায় জিততে পারেনি। তার পর ১০০ দিনের কাজের টাকা, গবির মানুষের পাওনা টাকা বন্ধ করে রেখেছে। তাই আমি বলেছি, যদি কোনও বিজেপি নেতাকে দেখতে পাও, তাঁদের জিজ্ঞাসা করুন ১০০ দিনের কাজের টাকা কোথায় গেল?” তবে নিজের এই বক্তব্যকে হুমকি মানতে নারাজ ওই তৃণমূল নেতা। এ বিষয়ে তিনি সাফ বলেছেন, “কে কী ভাবে নিচ্ছে আমি জানি না। বিজেপি যদি হুমকি হিসাবে নেয়, নেবে। এলাকায় ঢুকতে গেলে ১০০ দিন কাজের টাকা দিতে হবে। ভোট নেবে, আবার ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেবে, তা তো হয় না।”

বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা বলেছেন, “ওটা তৃণমূলের কালচার। তৃণমূল খুব ভালো করে জানে কু কথা না বললে তারা ভোটে জিততে পারবে না। সে কারণে লোকসভা নির্বাচনের আগের থেকেই শুরু করে দিয়েছে এসব। এই ধরনের কথাবার্তা আমাদের দল সমর্থন করে না।”

Next Article