নলহাটি: বাস-ডাম্পারের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা নলহাটিতে। জানা যাচ্ছে, মুর্শিদাবাদে যাচ্ছিল বাসটি। সেই সময় ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনায় আহত অন্তত ৪০ জন। যাত্রীদের মধ্যে পুরুষ-মহিলার পাশাপাশি ছিল শিশুরাও। তাদের মধ্যে কেউ-কেউ আহত হয়েছে বলে খবর।
স্থানীয় সূত্রে খবর, আজ বেলা দশটা নাগাদ মুর্শিদাবাদের উদ্দেশ্যে একটি বাস যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি ডাম্পারকে ধাক্কা মারে। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের নলহাটি থানার মহেশপুর গ্রামের কাছে। বাসটির সামনের অংশ পুরো দুমড়ে-মুচড়ে গিয়েছে।
সংশ্লিষ্ট বাসটিতে পঞ্চাশ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে চল্লিশ জনই গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দশজন। আহতদের উদ্ধার করে লোহাপুর ব্লক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাস ও ডাম্পারটি আটক করেছে।
তবে এই প্রথম নয়, দিন কয়েক আগে এই ১৪ নম্বর জাতীয় সড়কে বড় একটি দুর্ঘটনা হয়েছিল। সেখানেও প্রায় পঞ্চাশ জন মতো আহত হয়েছিলেন। বারংবার কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।