DA Protest: DA-র দাবিতে আন্দোলন, জয়েন্ট বিডিয়োকে অফিসে ঢুকতে বাধা, কাঠগড়ায় তৃণমূল নেতার বিরুদ্ধে

Aziza Khatun | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 16, 2023 | 9:37 AM

DA Protest: ডিএ নিয়ে আন্দোলন করার জেরে অফিসে ঢুকতে না দেওয়ার অভিযোগ জয়েন্ট বিডিও-কে। অভিযোগের তির স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে।

DA Protest: DA-র দাবিতে আন্দোলন, জয়েন্ট বিডিয়োকে অফিসে ঢুকতে বাধা, কাঠগড়ায় তৃণমূল নেতার বিরুদ্ধে
জয়েন্ট বিডিয়ো দেবাশীস কুমার বর্মণ (নিজস্ব চিত্র)

Follow Us

বীরভূম: বকেয়া ডিএ (DA) মহার্ঘ ভাতার দাবিতে ইতিমধ্যেই রাস্তায় আন্দোলনে নেমেছেন রাজ্য সরকারি কর্মীরা। লাগাতার অনশন করছেন তাঁরা। গত সোমবার ২৪ ঘণ্টা কর্মবিরতিও পালন করেছেন রাজ্যের সরকারি কর্মচারিরা। শুধু কলকাতা নয়, গোটা জেলায় চলছে ‘পাওনা টাকা’-র দাবিতে বিক্ষোভ। এই অবস্থায় বীরভূমে আবার ‘নজিরবিহীন’ ঘটনা। ডিএ নিয়ে আন্দোলন করার জেরে অফিসে ঢুকতে না দেওয়ার অভিযোগ জয়েন্ট বিডিও-কে। অভিযোগের তির স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে।

ঘটনাটি বীরভূমের বীরভূমের ইলামবাজার ব্লক অফিসের। ইলামবাজারের জয়েন্ট ভিডিও দেবাশীস কুমার বর্মণ। বুধবার সকাল ১০টা ৪৫ নাগাদ বিডিও অফিসে এসে পৌঁছয়। সেখানেই অফিসে ঢুকতে বাধা দেওয়া হয় তাঁকে।

দেবাশীস অভিযোগ, সম্প্রতি ডিএ নিয়ে যে আন্দোলন হয়েছিল রাজ্যজুড়ে। সেই মতো তিনিও কর্মী সংগঠনদের নিয়ে একটি আলোচনায় বসে ছিলেন। সেই কারণেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের অনেকের মনে হয়েছে যে তিনি ডিএ নিয়ে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। সেই কারণেই তাকে আজ ঢুকতে দেওয়া হয়নি বলে তার দাবি।। পাশাপাশি তিনি আরও দাবি করেন, স্থানীয় খাদ্য কর্মাধ্যক্ষ ও অন্যান্য ইলামবাজারে স্থানীয় নেতৃত্ব তাঁকে প্রবেশ করতে দেয়নি।

যদিও, এই ঘটনায় বিজেপি অভিযোগ করছে, গুন্ডারাজ চলছে। সেই কারণেই এই অবস্থা। নিজেদের দাবি নিয়ে আন্দোলন করলেও এমন হচ্ছে। যদিও, সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে।

যদিও, ফজরুল রহমান ইলামাবাজের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের দাবি, বিভিন্ন স্টাফরা দেরিতে অফিস আসছেন। সেই কারণে সমস্যায় পড়তে হচ্ছে সাধারম মানুষকে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যাঁরা দেরিতে আসবেন তাদের অফিসে ঢুকতে দেওয়া হবে না। সেই কারণেই এমন করা হয়েছে।

Next Article