Train: ঝগড়ার পরিণাম! চলন্ত ট্রেন থেকে যুবককে ধাক্কা মেরে ফেলে দিলেন সহযাত্রীরা

Aziza Khatun | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 16, 2023 | 1:31 PM

Birbhum: আজ সকালে নলহাটি থানার পাইকপাড়া থেকে মধুরা যাওয়ার রাস্তায় কাদিরপুর গ্রামের পাশেই ওই যুবকে উদ্ধার করা হয়।

Train: ঝগড়ার পরিণাম! চলন্ত ট্রেন থেকে যুবককে ধাক্কা মেরে ফেলে দিলেন সহযাত্রীরা
প্রতীকী ছবি

Follow Us

নলহাটি: সহ যাত্রীদের সঙ্গে বচসা। চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে যুবককে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল। বৃহস্পতিবার ওই যাত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এলাকার মানুষজন। ঘটনাটি বীরভূমের নলহাটি থানার কাদিরপুর গ্রামের

আজ সকালে নলহাটি থানার পাইকপাড়া থেকে মধুরা যাওয়ার রাস্তায় কাদিরপুর গ্রামের পাশেই ওই যুবকে উদ্ধার করা হয়। আহত যুবকের নাম শিপুল নাথ। তাঁর বাড়ি দক্ষিণ ত্রিপুরার পুরানো রাজবাড়ি থানার তেবাড়িয়া গ্রামে। জানা গিয়েছে চার বন্ধু মিলে ট্রেনে চড়ে আগরতলা থেকে বেঙ্গালুরু যাচ্ছিলেন। ট্রেনের কয়েকজন যাত্রীর সঙ্গে তাঁদের বচসার হয়। অভিযোগ, এরপরই শিপুলকে মারধর করে অভিযোগ ওঠে সহযাত্রীদের বিরুদ্ধে।

ট্রেন থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। আজ সকলে কাদিরপুর গ্রামের লোকজন রক্তাক্ত অবস্থায় ওই আহত যুবককে দেখতে পান । এরপর তাঁরা নলহাটি থানায় খবর দেয়। ঘটনাস্থলে আসে নলহাটি থানার পুলিশ। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে আহত যুবক বলেন, “আমরা আগরতলা থেকে বেঙ্গালুরু যাচ্ছিলাম চারজন। অনেকটা রাস্তা যেতেই শুরু হয় গন্ডগোল। এরপর মারধর শুরু হয়। তিনজনকে খুব মেরেছে। আমার থেকে সব টাকা পয়সা নিয়ে নিয়েছে। তারপর চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে।”

 

 

Next Article