Kajol Sheikh: কার ‘সোনার খাটে ঘুম আসে না’? তৃণমূল নেতার ফেসবুক-পোস্টে অস্বস্তিতে তৃণমূল!

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 11, 2022 | 2:41 PM

Kajol Sheikh: বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তাঁর সঙ্গে দীর্ঘদিন ধরেই অন্তর্নিহিত দ্বন্দ্ব রয়েছে জেলা তৃণমূল মুখপাত্র কাজল শেখের।

Kajol Sheikh: কার সোনার খাটে ঘুম আসে না? তৃণমূল নেতার ফেসবুক-পোস্টে অস্বস্তিতে তৃণমূল!
কাজল শেখ

Follow Us

বীরভূম: তৃণমূল নেতা কাজল শেখের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক। অনুব্রতকাণ্ডের মধ্যেই সৎ-অসৎ তরজা। জোর চর্চা বীরভূমের রাজনীতিতে।

বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তাঁর সঙ্গে দীর্ঘদিন ধরেই অন্তর্নিহিত দ্বন্দ্ব রয়েছে জেলা তৃণমূল মুখপাত্র কাজল শেখের। আর সেই তরজা একবার নয় একাধিকবার প্রকাশ্যে এসেছে। পরবর্তীতে এই দুই নেতাকে একসঙ্গে বিভিন্ন কর্মসূচিতে দেখা গেলেও আগে কিন্তু সম্পর্ক এতটাও সুমধুর ছিল না এমনটাই কিন্তু বিরোধীরা বারবার অভিযোগ করছেন।

এরপর অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর কাজল শেখ সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন। যা নিয়ে মাথা চাড়া দেয় বিতর্ক। এরপর মঙ্গলবার ফের একটি ব্যাঙ্গাত্মক পোস্ট করেন কাজল। পোস্টে লেখা রয়েছে, ‘কোনও অসাধু ব্যক্তির সোনার খাটেও ঘুম আসে না। অর্থাৎ নিদ্রাহীন ঘুম। তবে সাধু ব্যক্তির ক্ষেত্রে তা একদমই উল্টো। অর্থাৎ, সৎ হলে শূন্যখাটেই চিন্তাহীন রাত্রি কাটানো যায়।’ এরপরই বিতর্ক দানা বাধে। বিরোধীদের প্রশ্ন, তাহলে কি অন্তর্দন্দ্ব আবারও প্রকাশ্যে আসতে চলেছে?  কারণ সিবিআই চার্জশিটে শতাব্দী রায়ের  নাম যেভাবে সাক্ষী হিসাবে উঠে এসেছে তারপর বীরভূমের রাজনৈতিক সমীকরণ যে এক ধাক্কায় অনেকটাই পরিবর্তন হতে চলেছে বলাই চলে।

প্রসঙ্গত, কাজল শেখ শতাব্দী রায় ঘনিষ্ঠ বলেই পরিচিত জেলার রাজনৈতিক মহলে। এরপর গতকাল গরু পাচার মামলায় অনুব্রতর বিরুদ্ধে সাক্ষী হিসেবে শতাব্দী রায়ের নাম উঠে আসার পর আজ কাজলের এ হেন পোস্ট ঘিরে রাজনীতিতে নয়া জল্পনা ছড়িয়েছে ৷ অনুব্রত মণ্ডল যেহেতু দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে জেলে রয়েছেন, তাই তাঁকে উদ্দেশ্য করেই এই পোস্ট কি না, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে৷ কারণ, অনুব্রত মণ্ডল যেদিন সিবিআই-এর হাতে গ্রেফতার হন, সেদিনও একই ধরনের ইঙ্গিতবাহী পোস্ট করেছিলেন কাজল শেখ ৷ যদিও এই বিষয়ে জেলা তৃণমূল মুখপাত্র বলেন, ‘দৈনন্দিন জীবনে মানুষের সঙ্গে রিলেট করে লেখা।’

 

Next Article