সাঁইথিয়া: গরুপাচার মামলায় আপাতত তিহাড়েই দিন কাটাচ্ছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কিন্তু তাঁর অনুপস্থিতিতে এইসব হচ্ছে কী? অভিযোগ উঠছে, চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ তৃণমূল নেতা বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপি।
বীরভূমের সাঁইথিয়ার মাঠপলশা পঞ্চায়েতের বাসিন্দা আসাদুর জামান। তিনি তৃণমূলের সদ্য প্রাক্তন অঞ্চল সভাপতি। অভিযোগ, দেবব্রত ঘোষ নামে এক ব্যক্তিকে চাকরি দেওয়ার নাম করে ১১ লক্ষ টাকা চেয়েছিলেন তিনি বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সাঁইথিয়া থানায় অভিযোগ দায়ের দেবব্রত। দেবব্রতবাবু বলেন, “আমাকে স্বাস্থ্য ভবনে চাকরি পাইয়ে দেবেন বলেছিলেন। এক মিডলম্যানকে ৬ লক্ষ ও অন্য মিডলম্যানকে ৫ লক্ষ টাকা দিয়েছি। কিন্তু চাকরি হয়নি। মাত্র পঞ্চাশ হাজার টাকা ফেরত দিয়েছে। তারপর বাকিটা চাইলেই বলছে যা পারো করে নাও।” যদিও, অভিযুক্তর প্রতিক্রিয়া মেলেনি।
ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপি আক্রমণ করেছে তৃণমূলকে। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার বিজেপির ধ্রুব সাহা ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, “তৃণমূল মানেই জালি দল। তাই উনি চিটিংবাজ হবেই। এটা স্বাভাবিক।” অন্যদিকে তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় বলেছেন, “খবরটা শুনেছি। ব্লক সভাপতি দেখেছেন। যদি সত্যিই এমন ঘটনা ঘটে, দল ব্যবস্থা নেবে। পাশে দাঁড়াবে না।”