বীরভূম: সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় হয় মন্দিরে। এবার থেকে তারাপীঠে পুজো দেওয়ার ক্ষেত্রেও বিশেষ নিয়ম মানতে হচ্ছে। সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে সেই নিয়ম। মা তারার মন্দিরে গর্ভগৃহের ভেতর বিগ্রহের সঙ্গে কোনও ছবি বা সেলফি তোলা যাবে না। এমনকি কেউ স্মার্টফোন নিয়ে ঢুকতে পারবেন না গর্ভগৃহে। সাধারণ ভক্ত হোক কিংবা সেবাইত বা পূজারি, সমস্ত ক্ষেত্রেই জারি রয়েছে একই নিষেধাজ্ঞা। গর্ভ গৃহের ভেতর অঞ্জলিও দেওয়া যাবে না।
এতদিন পর্যন্ত তারাপীঠের গর্ভগৃহের মধ্যেই অঞ্জলি দিতে পারবেন ভক্তরা। এমনিকে মোবাইলে ছবি তোলা, সেফলি, লাইভ কোনও ক্ষেত্রেই কোনও নিষেধাজ্ঞা ছিল না। কিন্তু এবার থেকে সেই নিয়মে কঠোর নিষেধাজ্ঞা।
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময়ী মুখোপাধ্যায় জানিয়েছেন, “দিনদিন মা তারার মন্দিরে ভক্তের ভিড় বাড়ছে। পুজো দিতে যাতে কোনও অসুবিধা না হয়, সে কারণেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।”
যদিও দক্ষিণেশ্বর হোক কিংবা কালীঘাটে এই নিয়ম অনেক আগে থেকেই জারি করা ছিল। তারাপীঠের ক্ষেত্রেই ছিল বিশেষ ছাড়। এবার ভক্তদের সেখানেও পুজো দিতে গেলে নিয়ম মানতে হবে। কিন্তু বিষয়টা ভালভাবেই নিচ্ছেন ভক্তরা। পুজো দিতে যাওয়া এক ব্যক্তি বললেন, “অযথা গর্ভগৃহের মধ্যে ভিড় হত। ছবি তোলা, লাইভ কি না হত। তাতে আসলে পুজো দিতেই সমস্যা হত। পুজোটাই তো আসল, ছবি তোলাটা নয়। ছবি বাইরে থেকে তুললেই তো হল।”