VisvaBharati: বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে ২২ শ্রাবণের অনুষ্ঠান নয়, বদল হল স্থান
Visva Bharati: বাংলাদেশ ভবনের নিরাপত্তা বাড়ানোর বিষয়ে ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, "বাংলাদেশ যেহেতু আমাদের একটা সম্পদ, কীভাবে তা ঠিকঠাক করে রাখা যায় সেটা তো আমরা দেখবই। আমাদের নিরাপত্তা বা সবদিকেই নজর আছে। বাংলাদেশ ভবন থাকলেও সেটা তো আমাদের, বিশ্বভারতীর।"
বোলপুর: বুধবার ২২ শ্রাবণ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এই দিনটিতে বিশ্বভারতীতে রবি-তর্পণ হয় বৃক্ষরোপণ ও অন্যান্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এবারও তার অন্যথা হচ্ছে না। তবে বাংলাদেশ ভবনে ২২ শ্রাবণের অনুষ্ঠান নয় এবার। বদলে সেই অনুষ্ঠান হবে পুরানো মেলার মাঠে। মঙ্গলবারই বিশ্বভারতীর তরফে এ কথা জানানো হয়েছে।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাইশে শ্রাবণের বৃক্ষরোপণ ও আনুষঙ্গিক অনুষ্ঠানগুলি প্রথমে বাংলাদেশ ভবনে করার কথা ছিল। পরে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বুধবারের অনুষ্ঠান স্থানান্তরিত করা হল পুরানো মেলার মাঠে।
২০১৮ সালের ২৫ মে বাংলাদেশ ভবনের উদ্বোধন হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ ভবনের উদ্বোধন করেন। এই বাংলাদেশ ভবনের মূল লক্ষ্যই হল ভারত-বাংলাদেশ দুই দেশের শিল্পকলা, ভাষা, ইতিহাস, ঐতিহ্য সংস্কৃতির মেলবন্ধন আরও সুদৃঢ় করে পড়াশোনা ও গবেষণার কাজ করা।
সাংবাদিক বৈঠক করে এদিন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অরিন্দম মণ্ডল বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি অনুষ্ঠান পুরনো মেলার মাঠে হবে। এর বেশি কিছু আমি বলতে চাই না।” অন্যদিকে বাংলাদেশ ভবনের নিরাপত্তা বাড়ানোর বিষয়ে ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, “বাংলাদেশ যেহেতু আমাদের একটা সম্পদ, কীভাবে তা ঠিকঠাক করে রাখা যায় সেটা তো আমরা দেখবই। আমাদের নিরাপত্তা বা সবদিকেই নজর আছে। বাংলাদেশ ভবন থাকলেও সেটা তো আমাদের, বিশ্বভারতীর।”