ছয় ড্রাম তাজা বোমা উদ্ধার নানুরে, অনুব্রত গড়ে ফের উত্তেজনা

সৈকত দাস |

Apr 26, 2021 | 7:50 PM

বিজেপি (BJP)-র দাবি, পুলক ব্যানার্জি এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। নির্বাচনের দিন নানুর (Nanur) এলাকায় অশান্তি করার জন্য ওই বোমা মজুদ করে রাখা হয়েছিল।

ছয় ড্রাম তাজা বোমা উদ্ধার নানুরে, অনুব্রত গড়ে ফের উত্তেজনা
প্রতীকী ছবি

Follow Us

বীরভূম: ভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে উদ্ধার হচ্ছে বোমা। কয়েক দিন আগে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রামের বাড়ি নানুরের হাটসেরান্দি থেকে ঢিলছোড়া দূরত্বে প্রায় ৫০টি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। রাজ্যে সপ্তম দফা ভোটের দিন ফের শিরোনামে সেই নানুর (Nanur)। এদিন থুপসারা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ছয় ড্রাম বোমা উদ্ধার করল নানুর থানার পুলিশ। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়।

অষ্টম তথা শেষ দফায় ভোট রয়েছে বীরভূমে। তার আগে বারবার হিংসার ঘটনায় শিরোনামে আসছে অনুব্রত গড়। এদিন সকালে নানুরের কাফেরপুর গ্রামে বোমা বিস্ফোরণ হয়। তার পর তল্লাশি অভিযান শুরু করেছিল নানুর থানার পুলিশ। সেই অভিযানেই থুপসারা গ্রামের জনৈক পুলক ব্যানার্জীর পরিত্যক্ত বাড়ি থেকে ছয় ড্রাম বোমা উদ্ধার হল।

বিজেপির দাবি, পুলক ব্যানার্জি এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। নির্বাচনের দিন নানুর এলাকায় অশান্তি করার জন্য ওই বোমা মজুদ করে রাখা হয়েছিল। যদিও পুলক ব্যানার্জীর স্ত্রীর দাবি, তাঁরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল শিবিরও।

এদিকে বিজেপির সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক করম হোসেন খান আবার এই ঘটনার পিছনে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন। সেই সঙ্গে বোমা উদ্ধারের পরেও কেন দীর্ঘক্ষণ নিষ্ক্রিয় করা কেন হচ্ছে না সে নিয়ে অভিযোগ করেছেন তিনি।

আরও পড়ুন: দুষ্কৃতীদের বোমাবাজিতে ভাটপাড়ায় মৃত্যু ছাত্রের 

এদিকে কোথা থেকে এই বোমা মজুত করা হয়েছে এবং কারা এর পিছনে রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে নানুর থানার পুলিশ।

Next Article