বীরভূম: এবার সিবিআইয়ের নজরে বীরভূমের চালকলগুলি। সূত্রের খবর, যে চালকলগুলির সঙ্গে অনুব্রত মণ্ডলের যোগ রয়েছে বলে সিবিআই তদন্তে জানতে পেরেছে, মূলত সেগুলি নিয়েই এবার নাড়াচাড়া করতে চায় তারা। সূত্রের দাবি, জেলা খাদ্য দফতরের কাছে তথ্য তলব করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। ডিস্ট্রিক্ট কন্ট্রোলার অব ফুড সাপ্লাইয়ের কাছে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর সিবিআই জানতে চায় বলে সূত্রের খবর।
গরু পাচার মামলায় তদন্তে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যেই বোলপুরের ভোলে ব্যোম রাইস মিল ও শিবশম্ভু রাইস মিল সিবিআইয়ের স্ক্যানারে। ভোলে ব্যোম রাইস মিলে ইতিমধ্যেই সিবিআই তদন্ত চালিয়েছে। সূত্রের খবর, এই দুই রাইস মিল থেকে সরকারি ধান কেনা হয়েছে। সূত্রের দাবি, সেই সরকারি ধান আর ফেরত আসেনি। ডিল করা হয়েছে প্রচুর টাকার বলে অভিযোগ উঠছে। এমনকী এই দু’টি রাইস মিল খাদ্য দফতরের তালিকাতেও রয়েছে বলে সূত্রের দাবি।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, গত ১৫ অগস্ট সিবিআইয়ের তরফে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার অব ফুড সাপ্লাইকে চিঠি দিয়ে কয়েকটি প্রশ্ন জানতে চাওয়া হয়েছে। মূলত যে প্রশ্নগুলির কথা শোনা যাচ্ছে, ১. ২০১৫ সাল থেকে এই রাইস মিলগুলি থেকে কত পরিমাণ ধান নেওয়া হয়েছে? ২. রাজ্য সরকারের তরফ থেকে কত টাকা বিল মেটানো হয়েছিল? ৩. সেই সমস্ত টাকার জিএসটি মেটানো হয়েছে কি না? সিবিআই সূত্রে খবর, এখনও অবধি ডিস্ট্রিক্ট কন্ট্রোলার অব ফুড সাপ্লাইয়ের তরফে কোনও জবাব আসেনি। এমনও শোনা যাচ্ছে, যদি খুব একটা গরমিল ঠেকে, সে ক্ষেত্রে প্রয়োজন পড়লে খাদ্য দফতরের আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। রাইস মিলগুলির কাগজপত্র খতিয়ে দেখতে চায় সিবিআই। মূলত লেনদেন সংক্রান্ত কাগজের দিকেই নজর তাদের বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে।
ভোলে ব্যোম রাইস মিলটি বীরভূমে বহুদিন ধরেই আলোচনার কেন্দ্রে। এই রাইস মিলে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল ও প্রয়াত স্ত্রী ছবি মণ্ডলের অংশীদারি আছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। এই রাইস মিলের ভিতর থেকেই পাঁচটি দামী গাড়ি উদ্ধার হয়। সেই গাড়ির মালিক কে তা জানতে গিয়েও সিবিআইয়ের হাতে উঠে আসে বিস্ফোরক কিছু তথ্য।