বীরভূম: প্রচার সেরে ফেরার পথে আক্রান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী। তাঁকে মারধর করার অভিযোগ উঠল বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে। শুধু তাই নয়, তাঁকে মেরে হাত-পা ভেঙে দেওয়ারও অভিযোগ উঠল। বীরভূমের নলহাটি এক নম্বর ব্লকের মধুরা গ্রামের ঘটনা।
ইতিমধ্যে শাসকদলের তরফে নলহাটি থানায় জোটপ্রার্থী সহ পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন আক্রান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী কদম রসুল। কদমবাবুর অভিযোগ, মঙ্গলবার রাত্রিবেলা পার্টি অফিস থেকে বাড়ি ফিরছিলেন কদম রসুল। সেই সময় নাকি তাঁর মাথায় বাম-কংগ্রেসের জোট প্রার্থী রফিকুল ইসলাম দলের লোকজন নিয়ে এসে তাঁকে মারধর করেন। অভিযোগ, কপালে পিস্তল ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনাস্থলে দুটি বোমা নিক্ষেপ করে তাঁরা সেখান থেকে চলে যায়।
আজ সকালে বিষয়টি জানিয়ে নলহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কদমবাবু। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কদম রসুল বলেন, “আমি প্রচার শেষ করে বাড়ি ফিরছিলাম সেই সময় কয়েকজন আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। ওরা আক্রোশবসত বারবার হুমকি দিচ্ছে। এরা সকলেই সিপিএম-কংগ্রেসের লোকজন। আমার কাছে প্রমাণও আছে।” বীরভূম জেলার কংগ্রেস সভাপতি মিল্টন রশিদ বলেন, “ওই খানে কী হয়েছে ঠিক বলতে পারব না। তবে বাম-কংগ্রেস কখনই এমন কাজ করবে না।”