West Bengal Panchayat Elections 2023: নির্দল হয়ে জিতে তৃণমূলে ফেরার আবদার, মালা পরিয়ে বাড়ি ফেরালেন বিধায়ক

হিমাদ্রী মণ্ডল | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 18, 2023 | 5:00 PM

West Bengal Panchayat Elections 2023: তবে বেরিয়ে যাওয়ার সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ব্যক্তিগত প্রয়োজনে দেখা করতে এসেছিলেন তৃণমূলের দলীয় কার্যালয়ে। এদিকে সিউড়ির বিধায়ক তথা তৃণমূলের বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, নির্দলের জয়ী প্রার্থী কংগ্রেস করতেন।

West Bengal Panchayat Elections 2023: নির্দল হয়ে জিতে তৃণমূলে ফেরার আবদার, মালা পরিয়ে বাড়ি ফেরালেন বিধায়ক
(প্রতীকী ছবি)
Image Credit source: Twitter

Follow Us

সিউড়ি: তৃণমূলে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়ে জয়ী হতেই তৃণমূলে ফেরার আবদার নিয়ে শাসক দলের পতাকা হাতে তৃণমূলের দলীয় কার্যালয়ে হাজির সিউড়ি-১ ব্লকের আলুন্দা পঞ্চায়েতে শেখ জামসেদ আল। তাঁকে মালা পড়ানো হল বটে কিন্তু দলে এখনই নেওয়া হবে না জানিয়ে দিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। আর দলে ফেরার জন্য সবুজ সঙ্কেত না পেয়ে কার্যত তৃণমূলের পতাকা হাতেই বাড়ি ফিরলেন ওই জয়ী প্রার্থী।

তবে বেরিয়ে যাওয়ার সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ব্যক্তিগত প্রয়োজনে দেখা করতে এসেছিলেন তৃণমূলের দলীয় কার্যালয়ে। এদিকে সিউড়ির বিধায়ক তথা তৃণমূলের বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, নির্দলের জয়ী প্রার্থী কংগ্রেস করতেন। টিকিট না পেয়ে নির্দলে দাঁড়িয়েছিলেন। তাঁকে পরে দলে নেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছিল। যদিও একটি বিষয় উল্লেখ্যযোগ্য, তৃণমূলের নবজোয়ার কর্মসূচি থেকেই দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছিলেন, দলে টিকিট না পেয়ে যদি কেউ নির্দলের হয়ে দাঁড়ান, সেই প্রতীকে জিতলেও, তাঁকে পরবর্তীকে তৃণমূলে ফেরানো হবে না। এক্ষেত্রে দলের তরফে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাই দেখার।

প্রসঙ্গত ১৭ আসনের আলুন্দা পঞ্চায়েতে ৯টি তৃণমূল, ৩টি বিজেপি, ৪টি বাম কংগ্রেস জোট ও ১টি আসন পেয়েছে নির্দল।

Next Article