Birbhum: হাসপাতালের শৌচালয় থেকে রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য রামপুরহাটে

হিমাদ্রী মণ্ডল | Edited By: জয়দীপ দাস

Jul 18, 2023 | 11:36 PM

Birbhum: রামপুরহাটে হাসপাতালের শৌচালয়ে এক চিকিৎসাধীন রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার। এ ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Birbhum: হাসপাতালের শৌচালয় থেকে রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য রামপুরহাটে
ব্যাপক চাঞ্চল্য রামপুরহাটে
Image Credit source: TV-9 Bangla

Follow Us

রামপুরহাট: রাতের অন্ধাকার নেমেছে অনেক আগেই। ভর্তি থাকা রোগীদের দেখতে আসা আত্মীয়-স্বজনদের অনেকেই ফিরে গিয়েছেন বাড়ি। রুটিন চেকাপে রোগীদের দেখছেন চিকিৎসকেরা। সবই ঠিকঠাক ছিল। কিন্তু, আচমকা খবরটা আসতেই হল ছন্দপতন। কেউ কেউ তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না। এদিন বীরভূমের (Birbhum) রামপুরহাটে হাসপাতালের শৌচালয়ে এক চিকিৎসাধীন রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এদিন রাত সাড়ে ৯টা নাগাদ হাসপাতালের শৌচালয়ে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। খবর যায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। কর্তৃপক্ষের তরফে যোগাযোগ করা হয় রামপুরহাট থানায়। এদিকে মৃত্যুর খবর আসা মাত্রই হাসপাতালে জমতে শুরু করে ভিড়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। হাসপাতালের অনেকেই বলছেন ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। তবে কী কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। নাকি তাঁকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ।

তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিন থেকে রোগে ভুগছিলেন তিনি। সেই অবসাদ থেকে তিনি এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। মৃত ব্যক্তির নাম ভজন লেক। ইতিমধ্যেই তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন। 

Next Article