Anubrata Mondal: এখনও রওনা দেননি বোলপুর থেকে, কালও কি CBI হাজিরা এড়াবেন অনুব্রত?

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Aug 09, 2022 | 11:57 PM

CBI : সিবিআই-এর তরফে আবারও বুধবার ডেকে পাঠানো হয়েছে অনুব্রত বাবুকে। কিন্তু এবার কি সিবিআই অফিসে যাবেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই তৃণমূল নেতা? এই নিয়েই ইতিমধ্যেই বিস্তর জলঘোলা হতে শুরু করেছে।

Anubrata Mondal: এখনও রওনা দেননি বোলপুর থেকে, কালও কি CBI হাজিরা এড়াবেন অনুব্রত?
অনুব্রত মণ্ডল

Follow Us

কলকাতা ও বীরভূম : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বার বার ডেকে পাঠিয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। তিনিও একাধিকবার হাজিরা এড়িয়েছেন। সোমবারও হাজিরা এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল। রবিবার কলকাতায় এসেছিলেন বটে, কিন্তু সোমবার এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করিয়ে আবার ফিরে গিয়েছেন বীরভূমে। এরপর সিবিআই-এর তরফে আবারও বুধবার ডেকে পাঠানো হয়েছে অনুব্রত বাবুকে। কিন্তু এবার কি সিবিআই অফিসে যাবেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই তৃণমূল নেতা? এই নিয়েই ইতিমধ্যেই বিস্তর জলঘোলা হতে শুরু করেছে। কারণ, এদিন সকালে অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের এক প্রতিনিধি দল।

মহকুমা হাসপাতালের চিকিৎসকরা সরাসরি বেড রেস্টের কথা উল্লেখ না করলেও, অনুব্রত বাবুকে কয়েকদিন বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। প্রসঙ্গত, সোমবার এসএসকেএম হাসপাতালের এক চিকিৎসক আবার জানিয়েছেন, অনুব্রত বাবুর ক্রনিক কিছু সমস্যা রয়েছে। কিন্তু তাঁকে এখনই হাসপাতালে ভর্তি করার কোনও প্রয়োজন নেই। তবে মহকুমা হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ থেকে আবার নতুন প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে অনুব্রত বাবু আগামিকাল (বুধবার) সিবিআই অফিসে হাজিরা দিতে আসবেন কি না। কারণ, বুধবার কলকাতায় সিবিআই অফিসে হাজিরা দিতে হলে এদিন তাঁকে বোলপুর থেকে রওনা দিতে হন। কিন্তু এখনও পর্যন্ত বোলপুর থেকে কলকাতার উদ্দেশে রওনা দেননি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।

অতীতে দেখা গিয়েছে, যখন তিনি কলকাতায় আসেন, তখন দুপুর প্রায় তিনটে – সাড়ে তিনটে নাগাদ রওনা দেন বোলপুর থেকে। কিন্তু এদিন তেমন কোনও তৎপরতা বা প্রস্তুতি নেই। এদিকে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, অনুব্রত বাবুর বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন তাঁর আইনজীবীরা। অনুব্রত মণ্ডলের সঙ্গে আইনি বিষয়গুলি নিয়ে আলোচনা করছেন তাঁরা। সে ক্ষেত্রে অনুব্রত বাবুর আইনজীবীরা বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ মতো সিবিআই হাজিরার জন্য আরও কিছুটা সময় চাইতে পারেন বলে একটি সম্ভাবনা তৈরি হয়েছে।

সে ক্ষেত্রে সিবিআই কী করতে পারে? এসএসকেএম হাসপাতাল এবং বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের যে বক্তব্য, সেই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হতে পারে সিবিআই। পাশাপাশি অনুব্রত বাবুর বাড়িতে গিয়েও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা রয়েছে। তবে বুধবারের হাজিরা সংক্রান্ত বিষয়ে অনুব্রত মণ্ডলের আইনজীবীদের তরফে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, সেই বিষয়টি স্পষ্ট হলেই পরবর্তী পদক্ষেপ করবে সিবিআই। অনুব্রত ঘনিষ্ঠ সূত্রে খবর, আগামিকাল সকালে তৃণমূল নেতার আইনজীবীরা সিবিআইকে মেল করবে। শারীরিক সমস্যার কারণে তিনি এখন সিবিআই হাজিরা দিতে পারবেন না বলে উল্লেখ করা হতে পারে ওই মেল-এ। সূত্র মারফত এমনই জানা গিয়েছে।

Next Article