Woman Dead body: স্ত্রীকে মেরে বস্তাবন্দি করে রাখার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে

হিমাদ্রী মণ্ডল | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 03, 2023 | 12:41 PM

Woman Dead body: পুলিশ সূত্রে খবর, মৃত প্রিয়া মণ্ডল। বুধবার বিকেলে তার বাড়ি থেকে রক্তাক্ত দেহ উদ্ধার আজ বিকেলে তাঁর বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়।

Woman Dead body: স্ত্রীকে মেরে বস্তাবন্দি করে রাখার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে
বীরভূমে দেহ উদ্ধার
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মুরারই:  প্রথমে স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে ‘খুন’। তারপর তাঁকে বস্তাবন্দি করে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার সোজ গ্রামের ঘটনা।পুলিশ সূত্রে খবর, মৃত প্রিয়া মণ্ডল। বুধবার বিকালে তাঁর বাড়ি থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয়।  অভিযুক্ত স্বামীর নাম সুফল মণ্ডল। ঘটনার পর থেকেই তিনি পলাতক। মল্লারপুর থানার পুলিশ আপাতত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে মৃতার শাশুড়ি ও ননদকেও আটক করেছে মল্লারপুর থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে সুফল প্রিয়াকে বিয়ে করেছিলেন। বিয়ের পর প্রথম কয়েক মাস ভাল চললেও, পরে সংসারে অশান্তি বাড়তে থাকে। সুফল ছোটখাটো কাজ করতেন। তবে টাকাপয়সা বাইরে খরচ করে ফেলতেন। তা নিয়ে সংসারে অশান্তি ছিল। প্রতিবেশীরাই জানাচ্ছেন, ইদানীং তাঁদের মধ্যে যে অশান্তি বেড়েছিল, তা বলতেন প্রিয়া। মাঝেমধ্যেই বাইরে থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেতেন প্রতিবেশীরা। তবে একান্তই দাম্পত্য কলহ ভেবে তাঁরা সেভাবে বিষয়টিতে আমল দেননি।

অভিযোগ, আচমকাই বুধবার বিকালের পর থেকে প্রিয়াকে আর বাড়ির বাইরে দেখা যায়। তাঁদের বাড়িও নিশ্চুপ ছিল। পরে সুফলের মা ও বোনের চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা ঘরের ভিতরে ঢুকে দেখেন একটা বস্তা পড়ে রয়েছে।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বলেন, “আজ মৃতদেহটি উদ্ধার হয়েছে। মনে হচ্ছে ওর স্বামী ওকে খুন করে পালিয়েছে। ওর ননদ ও শাশুড়িও এই ঘটনার সঙ্গে যুক্ত।” পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মুরারই থানার পুলিশ।

Next Article