ভাঙড়: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ আনা হল বিজেপি নেতার বিরুদ্ধে। ওই অভিযোগে বুধবার গ্রেফতার করা হয়েছে ভাঙড়ের ওই নেতাকে। ধৃত নেতার নাম শাহিদ মোল্লা।
ভাঙড়ের নিমকুড়িয়া এলাকার বাসিন্দা শাহিদ। নিমকুড়িয়া বুথের বিজেপির বুথ সভাপতি তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, এক নাবালিকাকে বেশ কিছুদিন ধরে ধর্ষণ করেছেন তিনি। নাবালিকার পরিবারের দাবি, মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণ করতেন ওই যুবক। পরে বিয়ের জন্য পরিবারের তরফ থেকে চাপ দেওয়া হলে বেঁকে বসেন তিনি। বিয়ে করতে অস্বীকার করার পরই বিষয়টি সামনে আসে। অভিযোগকারিণীর পরিবারের দাবি, ওই নেতার আগেই দুটি বিয়ে রয়েছে। এ ভাবে দিনের পর দিন প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুন: খেলা হোক শান্তির পক্ষে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, কোনও কপিরাইট নেবেন না: শামিম ওসমান
ঘটনার পরিপ্রেক্ষিতে নাবালিকা কাশিপুর থানায় লিখিত অভিযোগ জানালে, কাশিপুর থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে বুধবারই বারুইপুর আদালতে হাজির করেছে। ধর্ষণের মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
এদিকে এই ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন বিরোধীরা। এই বিষয়ে সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তুষার ঘোষ বিজেপিকে কড়া আক্রমণ করেন। তিনি বলেন, “বিজেপি-তৃণমূল কেউ ধোয়া তুলসী পাতা নয়। এরা নারীদের সম্মান দিতে জানে না। আরএসএস, সংঘ পরিবারের যে মতাদর্শ তাতে নারীরা ভোগ্যপণ্য। তারই প্রতিফলন দেখা যাচ্ছে তাদের এই কর্মকাণ্ডে।”
ভাঙড় ২ ব্লক তৃণমূলের সভাপতি ওহিদুল ইসলাম বলেন, “এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমরা এই ঘটনায় তীব্র ধিক্কার জানাচ্ছি।” অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। তিনি বলেন, “বিজেপি বড় বড় কথা বলে। তাদের দলের নেতাদেরই বিভিন্ন কেচ্ছা প্রকাশ্যে আসছে।”
এ দিকে অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। বিজেপির ভাঙড় ২ মন্ডল সভাপতি অবনী মন্ডল বলেন, বিষয়টি আমার জানা নেই, “খোঁজ নিয়ে দেখতে হবে। তবে শাহিদ আমাদের ওই এলাকার বুথ সভাপতি নয়।”