সৌমেন্দুর অপসারণের পরই সকাল সকাল ‘শান্তি কুঞ্জে’ হাজির বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহতো

Dec 30, 2020 | 3:05 PM

বিবেকানন্দের জন্মদিন অর্থাৎ ১২ জানুয়ারি ফের বঙ্গে আসছেন অমিত শাহ। গত বার এসে শুভেন্দু-সহ ১০ বিধায়ক, সাংসদ এবং একাধিক তৃণমূল কর্মীকে বিজেপিতে যোগদান করান তিনি।

সৌমেন্দুর অপসারণের পরই সকাল সকাল শান্তি কুঞ্জে হাজির বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহতো
নিজস্ব চিত্র

Follow Us

কাঁথি: মঙ্গলবার কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে অপসারণ করা হয় সৌমেন্দু অধিকারীকে। এ দিনই বারাকপুর থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, তাঁর বাড়িতেও পদ্ম ফোটাবেন তিনি। আর আজ অর্থাৎ বুধবার সকাল সকাল ‘শান্তিকুঞ্জে’ হাজির হাওড়া, হুগলি ও মেদিনীপুর জ়োনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক তথা বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহতো। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ক্রোনোলজি যে অভিমুখে এগোচ্ছে. জানুয়ারিতে শাহের মঞ্চে আরও কিছু চমক দেখা যেতে পারে।

শুভেন্দুর মন্তব্যেই ইঙ্গিত মিলেছে, অধিকারী পরিবারের সদস্যরা বিজেপিতে যোগদান করতে পারেন। যদিও এই সব জল্পনা উড়িয়ে দিয়ে জ্যোতির্ময় মাহাতো বলেন, “শুভেন্দুবাবুর সঙ্গে চ-চক্রে অংশগ্রহণ করেছিলাম। সৌজন্য সাক্ষাৎ ছাড়া কিছু নয়। সূত্রের খবর, অধিকারী পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও তাঁর কথা হয়েছে। এ প্রসঙ্গে জ্যোতির্ময়বাবু জানান, অধিকারী পরিবার যৌথ পরিবার। পরিবারের মাথা কাঁথির বর্ষীয়ান তৃণমূল সাংসদ শিশির অধিকারী, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। সূত্রের খবর, দলীয় পদক্ষেপ নিয়ে শুভেন্দুর সঙ্গে বিস্তর আলোচনা হয়েছে জ্যোতির্ময় মাহতোর।

শুভেন্দুর বিজেপিতে যোগদানের পর থেকেই অধিকারী পরিবারের সদস্যদের রাজনৈতিক অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সম্প্রতী কাঁথিতে তৃণমূলের সভাতে শিশির-সহ পরিবারে অন্যান্য তৃণমূল সদস্যদের দেখা যায়নি। অন্যদিকে, তৃণমূলও অধিকারী পরিবারের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে। মঙ্গলবার বারাকপুরে এক জনসভায় শুভেন্দু স্পষ্ট জানিয়ে দেন, অধিকারী পরিবার সঙ্গে ছিল বলেই তৃণমূল প্রথম হয়েছিল। এবার দ্বিতীয় হবে। এর সঙ্গে ববি হাকিমকে কটাক্ষ করে শুভেন্দু বাবুর দাবি, অধিকারী পরিবারেও পদ্মফুল তিনি ফোটাবেন।

শুভেন্দুর এই মন্তব্যের পরপরই দেখা গিয়েছে, কাঁথির পুরসভার প্রশাসক পদ থেকে তাঁর ভাই সৌমেন্দুকে অপসারণ করে তৃণমূল। উল্লেখ্য, সৌমেন্দু অধিকারীকে নিশানায় অখিল গিরি এর আগেই বলেছিলেন, “বিজেপির হয়ে কর্মসূচির আয়োজনও সে করছে। শুধুমাত্র মিছিলে হাঁটছে না। কাঁথির প্রশাসকের দ্বিচারিতা, দল ও সরকার ধরে ফেলেছে। কিছুদিনের মধ্যেই প্রশাসক পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হবে।”

আরও পড়ুন- রাজ্যপাল পদ থেকে ধনখড়ের অপসারণ চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি তৃণমূলের

সূত্রের খবর, বিবেকানন্দের জন্মদিন অর্থাৎ ১২ জানুয়ারি ফের বঙ্গে আসছেন অমিত শাহ। গত বার এসে শুভেন্দু-সহ ১০ বিধায়ক, সাংসদ এবং একাধিক তৃণমূল কর্মীকে বিজেপিতে যোগদান করান তিনি। এবারেও এমন চমক দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। এ প্রসঙ্গে জ্যোর্তিময় মাহতো বলেন, “তৃণমূলের অনেক নেতা-মন্ত্রীরা যোগাযোগ রাখছে। আশা করা যাচ্ছে, অমিতজীর সভায় তাঁদের যোগদান করানো যেতে পারে।” এ দিনের ‘শান্তি কুঞ্জে’ আসা কি তারই পদক্ষেপ! জ্যোতির্ময় বাবু ‘সৌজন্য সাক্ষাৎ’ বললেও ক্রোনোলজি কিন্তু অন্য কথা বলছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Next Article