‘উন্নয়ন’-এর শরিক হতে পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগদান ৩ পঞ্চায়েত সদস্যদের, ভাঙন বিজেপিতে

tista roychowdhury |

Jun 18, 2021 | 8:44 PM

সদ্য তৃণমূলে যোগদানকারী উপপ্রধান মর্শিলা বাস্কে বলেন, "বিধানসভা নির্বাচনের সময়ে আমরা বিজেপির হয়ে কাজ করেছি। তবে, তৃণমূল কংগ্রেসের উন্নয়নের শরিক হতে তৃণমূলে যোগ দিলাম।"

উন্নয়ন-এর শরিক হতে পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগদান ৩ পঞ্চায়েত সদস্যদের, ভাঙন বিজেপিতে
যোগদান পর্ব, নিজস্ব চিত্র

Follow Us

দক্ষিণ দিনাজপুর: বিধানসভা নির্বাচনের পর থেকেই বদলেছে ছবি। পদ্ম ছেড়ে ঘাসফুলে (TMC) যোগদানের পাল্লা ক্রমশই ভারী হচ্ছে। শুক্রবার, তপনের মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান-সহ তিন সদস্য বিজেপি ছেড়ে যোগ দিল তৃণমূলে। এদিন বিকেলে, তপন চৌপথির তৃণমূলের দলীয় কার্যালয়ে যোগদানের অনুষ্ঠানে, তিন সদস্যের হাতে দলীয় পতাকা তুলে দিলেন জেলা সভাপতি গৌতম দাস। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর ললিতা টিগ্গা, তপন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস মন্ডল, সুব্রত ধর, অনাদি লাহিড়ী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

সদ্য তৃণমূলে যোগদানকারী উপপ্রধান মর্শিলা বাস্কে বলেন, “বিধানসভা নির্বাচনের সময়ে আমরা বিজেপির (BJP) হয়ে কাজ করেছি। তবে, তৃণমূল কংগ্রেসের উন্নয়নের শরিক হতে তৃণমূলে যোগ দিলাম।” অন্য আরেক পঞ্চায়েত সদস্যা প্রতিমা বর্মণ জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। জেলা সভাপতি গৌতম দাস বলেন, “মালঞ্চের তিন নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি আগেই তৃণমূলে যোগ দেবেন এমন কথা চলছিল। কোভিডের কারণে হয়ে ওঠেনি। আজ খুব ছোট করে এই যোগদানের অনুষ্ঠানটি করলাম। এখন মালঞ্চ পঞ্চায়েতে আমরাই সংখ্যাগরিষ্ঠ।”

সূত্রের খবর, মালঞ্চ পঞ্চায়েতে ১২ জন সদস্যের মধ্যে চারজন ছিলেন তৃণমূলের (TMC)। বাকি বিজেপির প্রতিনিধি। সেখান থেকে তিনজন তৃণমূলে যোগ দেওয়ায় সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় সাত। তৃণমূলের দাবী, এই মুহূর্তে পঞ্চায়েতে তারাই সংখ্যাগরিষ্ঠ। দলীয় সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণে দলের তরফে অনাস্থা আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। যদিও, এই ঘটনায় বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে জেলার তিনটি আসনে জয়লাভ করেছে তৃণমূল ও তিনটি আসনে জয়লাভ করেছে বিজেপি।

আরও পড়ুন: নয়া রণকৌশলের প্রস্তুতি পদ্ম শিবিরের, নদিয়ায় সাংগঠনিক বৈঠকে দিলীপ

Next Article