ক্ষমতায় এলে টেট নিয়ে তদন্ত কমিশন বসবে, ঘোষণা বিজেপির

সৈকত দাস |

Feb 17, 2021 | 6:50 PM

'মুখ্যমন্ত্রী মাস্টারমশাইদের নালায় ফেলে দিয়েছেন' কটাক্ষ দিলীপ ঘোষের

ক্ষমতায় এলে টেট নিয়ে তদন্ত কমিশন বসবে, ঘোষণা বিজেপির
ছবি: প্রতীকী

Follow Us

পশ্চিমবঙ্গ: বিজেপি সরকার ক্ষমতায় এসে চলতি বছরের আগস্টের মধ্যেই টেট (TET) নিয়ে তদন্ত কমিশন বসাবে। ঘোষণা রাজ্য বিজেপি (BJP) নেতৃত্বের। তাঁদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা স্পষ্ট। তাই অবিলম্বে সরকারকে পূর্ণ মেধাতালিকা প্রকাশ করতে হবে।

বিজেপি শীর্ষ নেতৃত্বের প্রশ্ন, কোন মেধার ভিত্তিতে চাকরি পেলেন এই ১৬ হাজার ৫০০ জন চাকরিপ্রার্থী? তাঁদের দাবি, চাকরি দেওয়ার নামে তৃণমূল সরকারের বেশ কিছু নেতা-মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠছে। বাংলা জুড়ে চাকরিপ্রার্থীদের কাছে মোটা টাকা নেওয়ার অভিযোগ উঠছে। তারপরেই বিজেপির ঘোষণা, তারা রাজ্যে ক্ষমতায় এসে একুশের অগস্টের মধ্যে টেট পরীক্ষা নিয়ে তদন্ত কমিশন বসাবে।

এদিনই ইকোপার্কে মর্নিং ওয়াকে বেরিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেন, ‘মুখ্যমন্ত্রী মাস্টারমশাইদের নালায় ফেলে দিয়েছেন। ওই দুর্গন্ধযুক্ত নালায় কত সমস্যায় পড়লে মানুষ নামে?’ তাঁর কথায়, এই রাজ্যে শিক্ষকদের যে দুরবস্থা চলছে, আন্দোলনের জন্যও তাঁদের হাইকোর্টের অনুমতি নিতে হচ্ছে। রাজ্যজুড়ে শিক্ষকদের অবস্থান বিক্ষোভ চলছে। দিলীপের কটাক্ষ, ৬ বছর আগে টেটের পরীক্ষা হয়েছে, ছয় বছর পরে আবার ইন্টারভিউ হচ্ছে!

আরও পড়ুন: পার্শ্বশিক্ষকদের আদিগঙ্গায় নামার পিছনে রাজনীতি রয়েছে, দাবি শিক্ষামন্ত্রীর

রাজ্য বিজেপির অভিযোগ, শিক্ষকতার প্রশিক্ষণ এমন বহু লোককে নিয়োগ করা হয়েছে। তাই সরকার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক। আগামী ১৯ তারিখ শিক্ষক, প্যারাটিচারদের নিয়ে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলেরও ডাক দিয়েছে বিজেপি।

Next Article