Blast: ফের ভগবানপুর, বিকট শব্দে কেঁপে উঠল বাড়ি

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 18, 2022 | 5:30 PM

বাড়িটি তালাবন্ধ। তবে বাড়ির বাইরে উঠোনে কয়েকটি বালতিতে গাঁজা ও বোমা রাখা ছিল বলে অভিযোগ।

Blast: ফের ভগবানপুর, বিকট শব্দে কেঁপে উঠল বাড়ি
ভগবানপুর থানা এলাকায় বিস্ফোরণ।

Follow Us

ভগবানপুর: ফের বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর। ছুটির দিনের সকালে বিকট শব্দে কেঁপে উঠল ভগবানপুর থানা এলাকায় আস্ত একটি বাড়ি। রবিবার সকালে এই বোমা বিস্ফোরণের জেরেই বাড়িটি কেঁপে উঠেছে বলে স্থানীয়দের অভিযোগ। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে আতঙ্ক ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ভগবানপুরের দক্ষিণ সিমুলিয়া গ্রামে ভীমেশ্বরী বাজার এলাকার একটি বাড়িতে বোমার শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, তীব্র বিস্ফোরণে রীতিমতো কেঁপে ওঠে বাড়িটি। তবে ঘটনার সময় বাড়িটিতে কেউ ছিলেন না। ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে এই বিস্ফোরণে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারাই প্রথমে ভগবানপুর থানায় খবর দেন। তারপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

ভগবানপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেখেন, বাড়িটিতে কেউ নেই। বাড়িটি তালাবন্ধ। তবে বাড়ির বাইরে উঠোনে কয়েকটি বালতি ছিল। সেই বালতিগুলিতে গাঁজা ও কয়েকটি বোমা ছিল বলে অভিযোগ। ওই বোমা থেকেই বিস্ফোরণটি ঘটেছে বলে স্থানীয়দের দাবি। তবে এতগুলি বোমা কোথা থেকে ওই বাড়ির এল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

স্থানীয়রা জানান, বাড়ির মালিক গোকুল চন্দ্র মুড়া এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এসইউসিআই দলের সঙ্গে যুক্ত। গত কয়েকদিন ধরেই তিনি বাড়িতে নেই। উত্তরবঙ্গে দলের সম্মেলনে চলছে। তাই সেখানেই তিনি গিয়েছেন। বাড়ির অন্যান্য সদস্যরাও কেউ নেই। তবে বাড়িতে কেউ না থাকলে গাঁজা ও বোমা কোথা থেকে বাড়ির উঠোনে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে কী কেউ ফাঁসানোর জন্য এগুলি রেখে দিয়ে গিয়েছে? নাকি অসামাজিক কাজের সঙ্গে কোনভাবে জড়িত বাড়ির মালিক? ভগবানপুর থানার পুলিশকে গোটা ঘটনা খতিয়ে দেখতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি।

ইতিমধ্যে ভগবানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাড়ু গোপাল বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং পুরো এলাকা ঘিরে রেখেছে। ভগবানপুর থানার ওসি নাড়ু গোপাল বিশ্বাস বলেন, “এমন ঘটনার খবর পেয়ে আমরা এসেছি এখানে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

প্রসঙ্গত, দিন কয়েক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার প্রাক্কালে জোরাল বিস্ফোরণে কেঁপে উঠেছিল ভগবানপুর। সেবার ভগবানপুর-২ নম্বর ব্লকের ভূপতিনগর থানা এলাকার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রামে একটি বাড়ি জোরাল বিস্ফোরণে কেঁপে উঠেছিল। ঘটনায় এক তৃণমূল নেতা সহ ৩ জনের মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Next Article