হাওড়া: সাতসকালে যাত্রী বোঝাই সরকারি বাসে (Bus) আচমকা গুলি। কে বা কারা গুলি চালাল তা জানা যায়নি। ঘটনায় কেউ আহত হয়নি, তবে, আতঙ্কিত যাত্রীরা। ঘটনাস্থলে হাওড়া থানার পুলিশ।
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা ৪০ নাগাদ ৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন লালবাড়ি মোড়ে এসি২৩ নম্বর বাসে (Bus) গুলি চলে। বাসটি রাজচন্দ্রপুর থেকে কলকাতার করুণাময়ীতে আসছিল। প্রায় পঞ্চাশ থেকে ষাটজন যাত্রী ছিল। লালবাড়ি মোড়ে আচমকা বাসের জানলা ফুঁড়ে গুলি চলতেই ভীতসন্ত্রস্ত হয়ে চিৎকার করতে শুরু করেন যাত্রীরা। সঙ্গে সঙ্গেই বাস থামিয়ে দেন চালক। কিন্তু কাউকে ধরা যায়নি। কোথা থেকে গুলি চলেছে তাও বোঝা যায়নি। এরপর খবর দেওয়া হয়, হাওড়া পুলিশে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছন পুলিশের উচ্চ আধিরকারিকরা।
হাওড়া পুলিশের তরফে জানা গিয়েছে, লালবাড়ির মোড়ে যেখানে গুলি চলে, সেই রাস্তার পাশে থাকা জঙ্গলটি ‘নো ম্যানস ল্যান্ড’ বলে আটকে দেয় পুলিশ। ওই এলাকা পরিদর্শনে পাঠানো হয় ফরেনসিক টিমকে। বাসটিও (Bus) ফরেনসিকে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বাসের কোনও ব্যক্তিকে লক্ষ্য করে বা আশেপাশে কোথাও গুলি চলছিল সেখান থেকে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিটি বাসের জানলায় এসে লাগে। তবে, কে গুলি চালিয়েছে তা তদন্তসাপেক্ষ। বাসের সকল যাত্রীদের নাম-ঠিকানা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: আবারও লকডাউন না নাইট কার্ফু? ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি? নবান্নে আজ জরুরি বৈঠকে মুখ্যসচিব