মালদা: পরিকল্পনা ছিল ভোট আবহে (West Bengal Assemble Election 2021) বিক্ষিপ্তভাবে বিস্ফোরণ ঘটানো। মালদার (Maldah) রাস্তার ধারে বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল বোমা (Bomb)। কোথাও রাস্তার ধারে ঝোঁপের মধ্যে, কোথাও দাঁড়িয়ে থাকা গাড়ির নীচে আবার কোথাও বসত বাড়ির পাশে। তদন্তে নেমে স্তম্ভিত পুলিশও।
গাজোল থানার পুলিশের কাছে খবর আসে, জাতীয় সড়কের ধারে বিক্ষিপ্তভাবে বোমা ফেলা হয়েছে। সেই মোতাবেক মালদার গাজোলে ৮১ নম্বর জাতীয় সড়কের ধারে তল্লাশি চালায় পুলিশ। অভিযানের সময়ে কিছুদূর অন্তর চার জায়গা থেকে বোমা উদ্ধার হয়।
আরও পড়ুন: ক্ষতবিক্ষত দেহগুলি পড়ে ছিল রাস্তার ধারে, দেখতে গিয়েই ৫ গ্রামবাসীর ওপর ঝাঁপিয়ে পড়ল ‘সে’!
রাস্তার ধার, বাড়ির দু’পাশ, গাড়ির তলা থেকে বোমা উদ্ধার হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়দের অভিযোগ, ভোট পরিস্থিতিতে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতেই পরপর বিস্ফোরণের পরিকল্পনা ছিল। স্থানীয়দেরই একাংশের মত, তৃণমূলের বিবাদের জেরেই বোমা মজুত করা হয়েছিল।
উল্লেখ্য, ভোট আবহে সীমান্তবর্তী এলাকা বারবার উত্তপ্ত হয়ে উঠেছে। রাজনৈতিক সংঘর্ষে লোকসভা নির্বাচনের আগেও উত্তপ্ত হয়ে উঠেছিল মালদা। স্পর্শকাতর হয়ে রয়েছে মালদার বেশ কিছু এলাকা। তার আগেই এই ধরনের ব্যাপক বোমা উদ্ধারের ঘটনায় প্রহর গুনছেন স্থানীয়রা। আদৌ কী পরিকল্পনায় বোমাগুলি রাখা হয়েছিল, এর পিছনে অন্য কোনও মাথা কাজ করছে কিনা, তদন্তে নেমেছে পুলিশ।