বালুরঘাট: আরজি করের আন্দোলেনর আবহে দাবিটা উঠেছিল বারবার। অবশেষে দক্ষিণ দিনাজপুরে শুরু হচ্ছে সেন্ট্রাল রেফারেল সিস্টেম। মঙ্গলবার থেকেই শুরু হয়ে যাচ্ছে কাজ। এর ফলে রেফার করার রোগীকে অন্য হাসপাতালে ভর্তি করার হয়রানি কমবে বলে মত স্বাস্থ্য কর্তাদের। যে হাসপাতালে রোগীকে রেফার করা হবে সেখানে আগে থেকেই আসন সংরক্ষিত থাকবে। রেফার করা হাসপাতালে পৌঁছে গেলেই খুব দ্রুত হাসপাতালে ভর্তি হতে পারবেন। এর ফলে হাসপাতালে চিকিৎসা পরিষেবাও দ্রুত পাবেন রোগীরা। আপাতত জরুরি বিভাগে আসা রোগীরা এই পরিষেবা পাবেন বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, বেশিরভাগ ক্ষেত্রে রোগীর অবস্থার অবনতি হলে, অবস্থা আশঙ্কাজনক হলে, সংশ্লিষ্ট হাসপাতালে সঠিকভাবে পরিষেবা দেওয়া সম্ভব না হলে রোগীকে অন্যত্র রেফার করেন চিকিৎসকেরা। সূত্রের খবর, এতদিন পর্যন্ত রেফার করার ক্ষেত্রে ছিল অন্য নিয়ম। যে হাসপাতালে রেফার করা হয় চাইলে সেখানে রোগীকে নাও নিয়ে যেতে পারতেন পরিবারের লোকজন। আবার অনেক ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রেও বেগ পেতে হতো। পাওয়া যেত না বেড। ভর্তি নিতে অস্বীকার করার অভিযোগও ভুরিভুরি। কিন্তু, এবার আমূল বদলে যাচ্ছে এই রেফারেল সিস্টেম।
সূত্রের খবর, এখন থেকে রোগীর জন্য বেড খালি আছে এমনটা জানার পরই রেফার করা হবে। এমনকি রেফার করা হাসপাতালে রোগীর তথ্যও সঙ্গে সঙ্গে দেওয়া হবে। যার ফলে অন্য ঝামেলা-ঝঞ্জাট ছাড়াই সহজেই হাসপাতালে ভর্তি হতে পারবেন রোগীরা। শুধুমাত্র জেলা হাসপাতাল নয়, মহকুমা থেকে স্বাস্থ্য কেন্দ্র সব জায়গার স্বাস্থ্য কর্মীরা এই তথ্য জানতে পারবেন। এ নিয়ে গত শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের সঙ্গে বৈঠক করেন বালুরঘাট জেলা হাসপাতালের কর্মীরা। শেষ পর্যন্ত তা চালু হওয়ায় খুশি রোগী থেকে তাঁদের পরিজনেরাও।