AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আইইডি বিস্ফোরণের সম্ভাবনা জোরাল, নিমতিতায় নমুনা সংগ্রহে ফরেন্সিক দল

আঘাতের ধরন, বিস্ফোরণের অভিঘাত ও বিস্ফোরণের ধরন, এই তিনটি বিষয় একত্রে এনে একে প্রাথমিকভাবে আইইডি বিস্ফোরণ বলেই মনে করছেন আধিকারিকরা।

আইইডি বিস্ফোরণের সম্ভাবনা জোরাল, নিমতিতায় নমুনা সংগ্রহে ফরেন্সিক দল
ফাইল ছবি
| Updated on: Feb 18, 2021 | 6:31 PM
Share

মুর্শিদাবাদ: নিমতিতা স্টেশনে বিস্ফোরণের (Nimtita Blast) তদন্তে নেমে একের পর এক তথ্য বিস্ফোরক উঠে আসছে গোয়েন্দাদের হাতে। রাজ্যের প্রতিমন্ত্রী জাকির হোসেন (Zakir Hussain) যখন ট্রেন ধরতে ২ নম্বর প্ল্যাটফর্ম ধরে হাঁটছিলেন, তখনই এই বোমা ফাটে। তদন্তে নেমে আধিকারিকরা জানতে পেরেছেন, একটি কালো রঙের ব্যাগ রাখা ছিল প্ল্যাটফর্মে। তা সরাতে গিয়েই বিস্ফোরণ ঘটে। তবে তদন্ত যত এগোচ্ছে, আইইডি বিস্ফোরণ হয়ে থাকতে পারে সেই ইঙ্গিত জোরাল হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এই আশঙ্কা আরও দৃঢ় হয়েছে তদন্তকারীদের।

ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তা হল- বাইরে থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। তদন্তকারীরা এলাকায় গিয়ে ঘটনাস্থল থেকে বেশ কিছু ধাতব প্লেটও উদ্ধার করেছেন। অকূস্থলে গিয়ে বোমার অভিঘাত দেখে তদন্তকারীরা একপ্রকার নিশ্চিত, দেশি বোমা বা সকেট বোমার প্রভাব এতটা মারাত্মক হতে পারে না। কেননা, বিস্ফোরণস্থলের আশেপাশে থাকা ধাতব প্লেটগুলিও বেঁকে গিয়েছে। অঙ্গহানী-সহ গুরুতর আহত হয়েছেন প্রায় ২৬ জন। ফলে বিস্ফোরণে আইইডি ব্যবহারের তত্ত্বই জোরালো হয়ে উঠছে। তবে কী ধরনের আইইডি ব্যবহার করা হয়েছিল তা এখনও নিশ্চিত নয়।

রাজ্যের ফরেন্সিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে নমুনা সংগ্রহ করেছেন। কেন্দ্রের ফরেন্সিক বিশেষজ্ঞরা এসেও নমুনা সংগ্রহ করে বিস্ফোরণের ধরন খতিয়ে দেখবেন। তবে আঘাতের ধরন, বিস্ফোরণের অভিঘাত ও বিস্ফোরণের ধরন, এই তিনটি বিষয় একত্রে এনে একে প্রাথমিকভাবে আইইডি বিস্ফোরণ বলেই মনে করছেন আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও পুরো ঘটনায় ‘ষড়যন্ত্রের’ তত্ত্বের দিকে ইঙ্গিত করেছেন। কেন কোনও রেল পুলিশ এলাকায় ছিল না সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: জোটের ভাগ্য ঝুলে অধীর-গড়ে, ‘আত্মত্যাগ করতে হবে’, মনে করালেন মান্নান

মন্ত্রী জাকির হোসেনের সঙ্গে দেখা করতে গিয়ে এসএসকেএস হাসপাতালে গিয়ে এ দিন মমতা বলেন, “খুবই ভয়াবহ একটি ঘটনা। এটা একটা কন্সপিরেসি। কীভাবে ঘটনার সময় স্টেশনে কোনও রেল পুলিশ থাকল না, আমি তো অবাক হলাম। পুরো বিষয়টাই তদন্ত সাপেক্ষ। তবে প্রাথমিকভাবে খোঁজ খবর নিয়ে আমি জানতে পেরেছি, রিমোটের মাধ্যমে বোমাটা ফাটানো হয়েছিল। জাকিরের সঙ্গে যারা ছিল, তারাই এই অভিযোগটা করছে।”

আরও পড়ুন: অস্ত্রোপচার শেষ হল জাকিরের, কেমন আছেন মন্ত্রী?