TV9 বাংলা ডিজিটাল: চারিদিকে অতিমারির আবহ। করোনা, লকডাউনে নাস্তানাবুদ মানুষের জীবন, অর্থনীতি। এক গাঢ় অন্ধকারে সকলেই। তবু খারাপের মধ্যেও খানিক ভাল লাগা ওই শ্রী-মুখে তাকালে। উৎসবের মরসুমের বোধহয় এটাই বিশেষত্ব। চন্দননগর (Chandannagar)-এ শুরু হয়েছে জগদ্ধাত্রী (Jagadhhatri Puja) বন্দনা। শনিবার সপ্তমী।
অন্যান্য বছরের তুলনায় এবার আয়োজন একেবারেই অন্যরকম। প্রশাসনিক বিধিনিষেধ অনেক বেশি। সবরকম স্বাস্থ্যবিধি মেনেই আয়োজন করতে হয়েছে মাতৃ আরাধনার। চন্দননগর (Chandannagar)-এর জগদ্ধাত্রী পুজো (Jagadhhatri Puja)-এর বিশেষত্ব হল মণ্ডপগুলিতে আলোর রোশনাইয়ের খেলা।
করোনার (COVID-19) কারণে এ বছর তা অনেকটাই ম্লান। কিছু কিছু জায়গায় থিমের পুজো হচ্ছে ঠিকই। তবে সরকারি নিয়ম মেনেই তৈরি করা হয়েছে প্যান্ডেল। যতটা কম খরচে পুজো করা যায়, সেটাই চেষ্টা করেছেন উদ্যোক্তারা। পুলিস প্রশাসন বৈঠক করে জানিয়ে দিয়েছে, রাস্তায় বের হলে মাস্ক অত্যাবশ্যক। এমনকী নিরাপত্তার দায়িত্বে যারা, তারাও যদিও মাস্ক না পরে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দূরত্ব বিধি মেনেই মণ্ডপে ঢুকতে হবে দর্শনার্থীদের। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে থাকবে পুলিশের বুথ।
আরও পড়ুন: চালু হোক পর্যটন দফতরের বাস, দাবি সাগরমুখী পর্যটকদের
লকডাউনে ঘরবন্দি রাজ্যবাসীকে অক্সিজেন জুগিয়েছে পুজোর আবহ। তেমনই সংক্রমণ নিয়ন্ত্রণে রেখে রাজ্যবাসী মাতবেন উৎসবের আনন্দে, রাজ্য সরকার-প্রশাসনের কাছে এই উৎসব সামাল দেওয়া ছিল একটা বড় পরীক্ষা। দুর্গাপুজো, কালীপুজোয় সব ভিড়ে রাশ টানতে সফল তারা। দীপাবলীতে বাজির বাড়বাড়ন্তেও লাগাম পরানো গিয়েছে। ছটপুজোয় গঙ্গার ঘাটগুলিতে ভিড়ের ছবি অনেকটাই হালকা। এবার সরকার, পুলিসের টার্গেট চন্দননগর (Chandannagar)-এর জগদ্ধাত্রী পুজো। পুজো-পরীক্ষায় ফার্স্ট ক্লাসের সার্টিফিকেটই লক্ষ্য তাদের।