আলিপুরদুয়ার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উত্তরবঙ্গ (North Bengal) সফর ঘিরে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। তিন দিনের সফরে সোমবার বিকেলে উত্তরবঙ্গে পৌঁছন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই একের পর পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে শুরু করেছেন তিনি। বুধবারও রয়েছে ঠাসা কর্মসূচি। বুধবার মহাসমারোহে একটি গণবিবাহ কর্মসূচি হতে চলেছে আলিপুরদুয়ারে। যেখানে প্রধান অতিথির আসনে দেখা যাবে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে। ৫০৬ জন আদিবাসী যুবক-যুবতী বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। তার আগে মঙ্গবার দিনভর আলিপুরদুয়ারের কালিচিনিতে সুহাসিনী চা বাগানের অনুষ্ঠান মঞ্চে ব্যস্ততা ছিল তুঙ্গে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
মাঠে ৩টি বিশাল আকারের তাঁবু লাগানো হয়েছে। এছাড়াও গণবিবাহের জন্য করাও হয়েছে নানা রকম বিশেষ আয়োজন। এতবড় বিয়ের অনুষ্ঠান কবে এ জেলায় হয়েছে মনে করতে পারছেন না কেউই। এমনকী আশেপাশের জেলাতেও এ নজির নেই বলেই মত ওয়াকিবহাল মহলের। বুধবার কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির আদিবাসী সম্প্রদায়ের যুবক-যুবতীদের জন্যেই বসছে আর গণ বিবাহের আসর। তিন জেলার পুলিশের উদ্যোগেই করা হচ্ছে সমগ্র আয়োজন। প্রতি যুগলকে ২৫ হাজার টাকা করে দেওয়ার পাশাপাশি সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রও দেওয়া হবে এই অনুষ্ঠান মঞ্চ থেকে।
এদিকে এই বিশালাকার বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজসাজ রব গোটা এলাকাতেই। সূত্রের খবর, বুধবার দুপুর ১২টা নাগাদ অনুষ্ঠান মঞ্চে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এদিকে মুখ্যমন্ত্রীর আগমণের কারণে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। বেড়েছে পুলিশি নজরদারির মাত্রাও। প্রসঙ্গত, মঙ্গলবারও আলিপুরদুয়ারে একটি কর্মী সভায় ভাষণ দেন তিনি। এ ক্ষেত্রে বলে রাখা ভালো গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সেখান থেকেই বুধবার বিকালে সোজা হেলিকপ্টারে বাগডোগরা আসার খথা রয়েছে মমতার। বিকেলের বিমানে ফের সোজা রওনা দেবেন কলকাতায় উদ্দেশ্যে।