AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Tainted List: দাগি তালিকায় কলেজের প্রিন্সিপালের স্ত্রী! ক্ষোভে ফেটে পড়ল টিএমসিপি

SSC Tainted List Update: খবর সামনে আসতেই চরম অস্বস্তিতে অধ্যক্ষ স্বয়ং। তিনি কোনওভাবেই ক্যামেরার সামনে আসতে নারাজ। তবে তিনি বলছেন আইনের প্রতি তাঁর ভরসা রয়েছে। তিনি আইনের দ্বারস্থ হবেন। তবে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করছে তৃণমূল ছাত্র পরিষদ।

SSC Tainted List: দাগি তালিকায় কলেজের প্রিন্সিপালের স্ত্রী! ক্ষোভে ফেটে পড়ল টিএমসিপি
চাপানউতোর কলেজে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Sep 01, 2025 | 5:48 PM
Share

হাটগোবিন্দপুর: দাগি তালিকা নিয়ে শোরগোল চলছেই। তালিকায় জ্বলজ্বল করছে পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুরের ডঃ ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষের স্ত্রীর নাম। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য শিক্ষামহলে। হাটগোবিন্দপুর কলেজের অমল কুমার ঘোষের স্ত্রী সুমনা মল্লিকের নাম রয়েছে ওই তালিকায়। তিনি আগে জামালপুরের বেড়ুগ্রাম হাইস্কুলের এডুকেশনের শিক্ষিকা ছিলেন। ২৬ হাজার প্যানেল বাতিলের পরই চলে গিয়েছিল চাকরি। এবার নাম উঠে গেল দাগি তালিকায়। 

খবর সামনে আসতেই চরম অস্বস্তিতে অধ্যক্ষ স্বয়ং। তিনি কোনওভাবেই ক্যামেরার সামনে আসতে নারাজ। তবে তিনি বলছেন আইনের প্রতি তাঁর ভরসা রয়েছে। তিনি আইনের দ্বারস্থ হবেন। তবে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করছে তৃণমূল ছাত্র পরিষদ। বর্ধমান ২ ব্লকের টিএমসিপি-র কনভেনার অর্ণব দত্ত বলেন, “অধ্যক্ষের স্ত্রীর নাম দাগী শিক্ষকের তালিকায় থাকা লজ্জার। এর ফলে কলেজের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে বলেও তাঁর মত।”

ক্ষোভ প্রকাশ করেছেন কলেজের সাধারণ পড়ুয়ারাও। কলেজ ছাত্রী বর্ষা দত্ত বলছেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে যদি এমন অভিযোগ জড়িয়ে যায় তাহলে সেই কলেজের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।” স্বভাবতই ঘটনাকে কেন্দ্র করে গোটা কলেজজুড়েই চাপানউতোর চলছে।