Babita Sarkar on Partha Chatterjee: ‘যেদিন রাস্তায় নয়, চাকরিপ্রার্থীরা চক-ডাস্টার হাতে ক্লাস করাবেন সেইদিনই লড়াইয়ের জয় হবে’: ববিতা

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 23, 2022 | 2:08 PM

Partha Chatterjee: মন্ত্রীর গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন, 'যাঁরা আন্দোলন করছেন তাঁরা কোথাও একটা আশার আলো দেখছেন। অনেকেই ভাবছেন তাঁরা বঞ্চিত হয়েছেন। অথচ তাঁরা যোগ্য প্রার্থী ছিলেন। এই কুড়ি দিন হল আমি চাকরিতে যোগদান করেছি। আমার বন্ধুরাও যাতে যোগদান করেন সেই আশা করব।'

Babita Sarkar on Partha Chatterjee: যেদিন রাস্তায় নয়, চাকরিপ্রার্থীরা চক-ডাস্টার হাতে ক্লাস করাবেন সেইদিনই লড়াইয়ের জয় হবে: ববিতা
পার্থর গ্রেফতারি প্রসঙ্গে ববিতা সরকার (নিজস্ব ছবি)

Follow Us

কোচবিহার: নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাতভর তল্লাশি চালানোর পর শনিবার সকালে গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমানের রাজ্য মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য পার্থ চট্টোপাধ্যায়কে। ইডির তরফে দাবি করা হয়েছে, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তাঁকেও শনিবার গ্রেফতার করা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পর প্রতিক্রিয়া দিলেন ববিতা সরকার। একসময় এই ববিতাই রুখে দাঁড়িয়েছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে। নিজের যোগ্যতা প্রমাণ করতে দিনের পর দিন যে লড়াই চালিয়েছিলেন তিনি। সেই ববিতাই শনিবার টিভি ৯ বাংলাকে জানালেন, ‘এই আন্দোলন আজকে থেকে নয়। অনেক দিন ধরে চলছে। ২০১৯ থেকে আমরা দুর্নীতি নিয়ে আন্দোলন চালাচ্ছি। তদন্ত হচ্ছে। আজকে ২০২২ সাল। আমার মতো বহু বঞ্চিত প্রার্থী এই আন্দোলন আজও চালিয়ে যাচ্ছেন। আমরা চাইছি তদন্ত শেষ হয়ে উপযুক্ত দোষী যেন শাস্তি পায়। বঞ্চিত যোগ্য প্রার্থীরা সকলে যেন চাকরি পায় সেইটাই কাম্য।’

মন্ত্রীর গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন, ‘যাঁরা আন্দোলন করছেন তাঁরা কোথাও একটা আশার আলো দেখছেন। অনেকেই ভাবছেন তাঁরা বঞ্চিত হয়েছেন। অথচ তাঁরা যোগ্য প্রার্থী ছিলেন। এই কুড়ি দিন হল আমি চাকরিতে যোগদান করেছি। আমার বন্ধুরাও যাতে যোগদান করেন সেই আশা করব।’

আন্দোলনের কথা মনে করিয়ে ববিতার বক্তব্য, ‘আজকে বহু প্রার্থী বঞ্চিত হয়েছেন। তাঁরা বঞ্চিত হয়েছেন বলেই রোদ-জল-বৃষ্টিতে ভিজে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান করেছেন। তাঁদের মধ্যে প্রশ্ন ছিল বলেই আন্দোলন চালিয়ে গিয়েছেন। সেই কারণে চাইছি এই দুর্নীতির যাতে দ্রুত অবসান হয়। তার জন্য তদন্ত এগিয়ে চলুক। উপযুক্ত দোষী শাস্তি পান।’ এ দিন, ববিতা বললেন, ‘এই লড়াইয়ের জয় সেদিন হবে যেদিন আমার মতো প্রচুর চাকরি প্রার্থী রাস্তায় নয়, চক-ডাস্টার হাতে শিশুদের শিক্ষাদান করবে।’

এক সময় লড়াইয়ের নাম ছিল ববিতা। হাইকোর্টে লড়াই করে মন্ত্রীকন্যার চাকরি ছিনিয়ে নিয়েছেন। এসএসসি দুর্নীতি নিয়ে যখন রাজ্য উত্তাল, তখন রাজ্যে লড়াইয়ের মুখ হয়ে উঠেছেন ববিতা সরকার। পরীক্ষায় পাশ করে মেধা তালিকায় নাম ছিল। তবুও চাকরি পাওয়া হয়নি। হঠাৎই মন্ত্রীকন্যার নাম উঠে যায় তাঁর উপরে। চাকরি পেয়ে যান মন্ত্রী কন্যা। দীর্ঘ চার বছর লড়াইয়ের পর সেই চাকরি আদায় করেছেন তিনি।

 

 

Next Article