Bangladesh: সীমান্তে লাগাতার ধরপাকড়, গ্রেফতার একের পর এক অনুপ্রবেশকারী

Suman Kalyan Bhadra | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 08, 2025 | 11:01 AM

Coochbehar: ভারতের বিভিন্ন জায়গায় একের পর এক বাংলাদেশি ধরা পড়ছে। ইতিমধ্যেই দিল্লি, মুম্বই সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। সেই ভয়ে মুম্বইয়ে থাকা বাংলাদেশিরা দেশে ফিরতে জড়ো হয়েছিল মেখলিগঞ্জের ভোটবাড়িতে।

Bangladesh: সীমান্তে লাগাতার ধরপাকড়, গ্রেফতার একের পর এক অনুপ্রবেশকারী
গ্রেফতার বাংলাদেশি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কোচবিহার: দিল্লি ও মুম্বইয়ে বাংলাদেশিদের চলছে ধরপাকড়। এই অবস্থায় দেশে ফিরতে গিয়ে মেখলিগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক ছয় বাংলাদেশি। এদের মধ্যে আবার দুই শিশু রয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর সীমান্তে আটক আরও এক বাংলাদেশি।

ভারতের বিভিন্ন জায়গায় একের পর এক বাংলাদেশি ধরা পড়ছে। ইতিমধ্যেই দিল্লি, মুম্বই সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। সেই ভয়ে মুম্বইয়ে থাকা বাংলাদেশিরা দেশে ফিরতে জড়ো হয়েছিল মেখলিগঞ্জের ভোটবাড়িতে। কিন্তু শেষ রক্ষা হলো না। গোপন সুত্রে খবর পেয়ে ভোটবাড়ির কৃষিফার্ম সংলগ্ন এলাকা থেকে দুই শিশু সহ চার বাংলাদেশিকে গ্রেফতার করল বিএসএফ। সোমবার রাতে তাদের গ্রেফতার করে মঙ্গলবার মেখলিগঞ্জ থানার হাতে তুলে দেয় বিএসএফ।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত চার বাংলাদেশিরা হল কাবিল শরিফ (৩৩), তাঁর স্ত্রী হাজেরা শরিফ(২৭ ), ইরফান শরিফ (৫) ও ইব্রাহিম শরিফ (১)। কৃষি ফার্ম সংলগ্ন আর একটি এলাকায় বাংলাদেশের মহম্মদ নাদিল সর্দার (২৫) নামে যুবক ও মিঠুন রায় (২৫) গ্রেফতার হয়েছে। এর মধ্যে মিঠুন ভারতীয়। সে পাচারকারী বলে অভিযোগ।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে নাদিল ও কাবিল বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল। পরবর্তীতে কাবিল তাঁর স্ত্রীকেও নিয়ে আসে। ভারতেই সংসার করেছিল তারা। এ দেশেই জন্ম হয়েছে দুই ছেলের। এদের কাছ থেকেই  বেআইনি ভারতীয় পরিচয় পত্র রয়েছে বলে মনে করছে গোয়েন্দারা। কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশীদের খোঁজে তল্লাশি শুরু হতেই দেশে ফেরার পরিকল্পনা করে অভিযুক্তরা।

বিএসএফের আইজি সূর্য কান্ত শর্মা বলেন, “সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তৎপর রয়েছে। প্রতিকূলতার মধ্যেই মাঝেমধ্যেই বাংলাদেশি সহ পাচারকারীদের গ্রেফতার করতে সক্ষম হচ্ছে।” আইজি সূর্য কান্ত শর্মা আরও জানান, “মেখলিগঞ্জের ৬ বাংলাদেশি সহ ভারতীয় পাচারকারী বাদেও গতকাল উত্তর দিনাজপুর সীমান্তে এক বাংলাদেশী ও এক ভারতীয় পাচারকারীকে গ্রেফতার করা বিএসএফ।”
বিএসএফের দাবি, ধৃতদের বাংলাদেশের বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে ভারতীয় পাচারকারী ও নাদিলকে মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

Next Article