Bangladesh: বাংলাদেশে ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে আধার কার্ড, বর্ডার ঢুকতেই আটক এনামুল

Suman Kalyan Bhadra | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 07, 2024 | 12:37 PM

Bangladesh: বিএসএফ সূত্রে খবর, এনামুল হক বাংলাদেশের রঙপুরের বাসিন্দা। জিজ্ঞাসাবাদ চলাকালীন তিনি বিএসএফকে জানিয়েছেন, সাত দিনের ভিসা নিয়ে দিল্লি যাচ্ছিলেন তাঁরা। সন্দেহ হয় বিএসএফ আধিকারিকদের। তারপরই উদ্ধার হয় ভারতীয় আধার কার্ড।

Bangladesh: বাংলাদেশে ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে আধার কার্ড, বর্ডার ঢুকতেই আটক এনামুল
এনামুল হক সোহেল
Image Credit source: Tv9 Bangla

Follow Us

চ্যাঙড়াবান্ধা: ‘মাছি যাতে গলতে না পারে…’ সোমবার থেকেই আরও কড়া হয়েছে সীমান্তের নিরাপত্তা।  প্রহরায় রয়েছে বিএসএফ। এরই মধ্যে চ্যাঙড়াবান্ধা সীমান্তে আটক হয়েছেন তিন বাংলাদেশি। বিএসএফ-চেকিংয়ের সময় বাংলাদেশি ওই তিনজনের কাছে মেলে ভারতীয় আধার কার্ড বলে খবর। অভিযুক্ত ব্যক্তির নাম এনামুল হক সোহেল। এনামুল ও তাঁর এক সন্তানকে আটক করা হয়েছে।

বিএসএফ সূত্রে খবর, এনামুল হক বাংলাদেশের রঙপুরের বাসিন্দা। জিজ্ঞাসাবাদ চলাকালীন তিনি বিএসএফকে জানিয়েছেন, সাত দিনের ভিসা নিয়ে দিল্লি যাচ্ছিলেন তাঁরা। সন্দেহ হয় বিএসএফ আধিকারিকদের। তারপরই উদ্ধার হয় ভারতীয় আধার কার্ড। অভিযুক্তদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানা গিয়েছে।

অভিযুক্ত ব্যক্তি এনামুল বলেন, “আমি আধার কার্ড বানিয়েছিলাম ট্রিটমেন্টের বিল কম দেওয়ার জন্য। সেটা আমার কাছে পাওয়া গিয়েছে আজ। ২০২০ সালে ২০ হাজার টাকার বিনিময়ে বানিয়েছিলাম।” প্রসঙ্গত, চ্যাঙড়াবান্ধা সীমান্তে এ দিন নয়ন বর্মণ নামে এক বাংলাদেশি নাগরিক অভিযোগ করেন, বর্ডারে প্রবেশের সময় তাঁর কাছ থেকে সমস্ত কিছু ছিনতাই করে পালিয়েছে দুষ্কৃতীরা। নয়নবাবু টিভি৯ বাংলায় জানান সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। বলেন, “আমরা প্রাইভেট গাড়িতে করে আসছিলাম। বাওড়া নামে একটি জায়গায় কয়েকজন দুষ্কৃতী এসে গাড়ি দাঁড় করায়। এরপর ওরা জিজ্ঞাসা করল কোথায় যাব। বললাম, বর্ডার যাব। তারপর বলল, কেন যাবেন? নিশ্চয়ই আপনি আওয়ামী লিগের নেতা। দেশ ছেড়ে পালাচ্ছেন। তারপর গাড়ি থেকে নামিয়ে আমার কাছে যা ছিল সব নিয়ে গেল।”

Next Article